আর দীপিকা ‘একা’ নন। অনেকগুলো ‘দীপিকা’! এবং সেই অনেকগুলো দীপিকাকে একসঙ্গে দেখা গেল এক এক এনার্জেটিক ভিডিওতে। হলুদ ক্রপ জ্যাকেট, ভিতরে বেগুনি রঙের টিউব এবং গোলাপি রঙের ট্র্যাক প্যান্ট পরে উদ্দাম নাচলেন দীপিকা। ডিজিট্যল ট্রিকের মাধ্যমে নিজেকে ক্লোন করে এই ভিডিও বানিয়েছেন দীপিকা।
আরও পড়ুন আবার ‘বিবাহ অভিযান’? নতুন মুখ ‘মন্টু পাইলট’!
ক্যাপশানে দীপিকা লেখেন, ‘আমি এবং আমার সব অল্টার ইগো’। তাঁর পোস্টের কমেন্ট বক্স ভিড় করেছে একের পর এক ফ্যানেদের মন্তব্য। কেউ লিখেছেন ‘রকস্টার’, তো কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে দীপিকাকে ডিরেক্ট মেসেজ, এক ব্যক্তি বারবার কুকথা বলছিলেন। সেলেবদের কমেন্ট বক্সে চোখ রাখলে ভুড়ি ভুড়়ি এমন কথা আকছাড় দেখা যায়। তবে দীপিকা চুপ থাকেননি।
নির্দিষ্ট মেসেজটি স্ক্রিনশট নিয়ে নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন দীপিকা। তিনি লেখেন, ‘ওয়াও! আপনার পরিবার এবং বন্ধুরা নিশ্চয়ই আপনার জন্য গর্বিত।’
কর্মক্ষেত্রে দীপিকা, কবির খান পরিচালিত স্পোর্টস ড্রামা ‘এইট্টি থ্রি’-তে অভিনয় করছেন। দীপিকা শকুন বতরার পরের ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডের সঙ্গে অভিনয় করতে চলেছেন। এছাড়া দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গেও ছবি করতে চলেছেন দীপিকা। দীপিকার ফিল্মি পাইপলাইনে রয়েছে ‘পাঠান’, ‘দ্য ইনটার্ন’ ,’ফাইটার’-এর মতো বড় বাজেটের ছবি।