ইলেক্ট্রিক বিল নিয়ে মধ্যবিত্তের নাভিশ্বাসের সীমা নেই। ১০০০ টাকা ছাড়ালেই ত্রাহি ত্রাহি রব। তবে জানেন কি বলিউডের তারকারা মাসপ্রতি কত টাকার বিল দিয়ে থাকেন? শুনলে কপালে উঠবে আপনার চোখ!
ভিকি-ক্যাটরিনা
মুম্বইয়ের এক ৪ বিএইচকে ফ্ল্যাটে বিয়ের পর সংসার পেতেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সূত্র জানাচ্ছে, মাস গেলে ৮ থেকে ১০ লক্ষ টাকার বিল দিয়ে থাকেন ওঁরা।
সলমন খান
খান মানেই রাজকীয় হাবভাব। ক্যাটরিনা ও ভিকিকেও ছাপিয়ে গিয়েছেন সলমন খান। তাঁর ইলেকট্রিক বিল নাকি ২৩ থেকে ২৫ লক্ষ টাকা! ভাবতে পারছেন?
সইফ-করিনা
বলিউডের হটেস্ট কাপল সইফ আলি খান ও করিনা কাপুর খান। বলিউড লাইফের এক রিপোর্ট জানাচ্ছে তাঁদের নাকি বিল আসে ৩০ থেকে ৩২ লক্ষ টাকা।
দীপিকা-রণবীর
নতুন বাড়ি কিনেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ইলেকট্রিক বিল সেখানেও কিছু কম আসে না। শোনা যাচ্ছে প্রায় ১৩ থেকে ১৫ লক্ষ টাকা বিল দিয়ে থাকেন তাঁরা।
শাহরুখ খান
শাহরুখ খানের সাধের বাড়ি ‘মন্নত’। সাতমহলা ওই বাড়ির বিল ছাপিয়ে গিয়েছে সলমন খানের বিলকেও। সূত্র জানাচ্ছে মন্নতে নাকি বিল আসে প্রায় ৪৩-৪৫ লক্ষ টাকা।