AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধর্মেন্দ্রকে নিয়ে জল্পনার অবসান, বৃহস্পতিবার সকালে দেওল পরিবার জানিয়ে দিল…

আগামী ৮ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন। তাঁর পরিবার বড় মাপে উদযাপনের তোড়জোড় শুরু করেছিল। কিন্তু হঠাৎ মৃত্যুর খবরে মুহূর্তে পাল্টে যায় সেই ছবিটা। সোমবার তাঁদের বাসভবনে এবং ভিলে পার্লে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান অভিনেতাকে।

ধর্মেন্দ্রকে নিয়ে জল্পনার অবসান, বৃহস্পতিবার সকালে দেওল পরিবার জানিয়ে দিল...
| Edited By: | Updated on: Nov 27, 2025 | 5:28 PM
Share

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে না–ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার, ২৪ নভেম্বর মুম্বইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রয়াণে বলিউড সহ সমগ্র দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সঙ্গে ক্ষোভ, তাঁকে সম্মান জানানোর সুযোগটুকু পেল না সাধারণ মানুষ। তাঁর অনুরাগীদের এ আক্ষেপ যেন ভোলার নয়। পরিবারের তরফ থেকেও কিছু জানানো হয়নি। তবে থেকেই সকলের মনে প্রয়াত অভিনেতার স্মরণ সভা নিয়ে প্রশ্ন ছিল সকলের মনে। অবশেষে মিলল সঠিক তথ্য।

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমে জানা গিয়েছিল, আগামী সপ্তাহে পরিবারের তরফে আয়োজিত হবে এক স্মরণসভা। তবে বৃহস্পতিবার সকালে একটি পোস্টে নিশ্চিত করা হয় যে, আজই আনুষ্ঠানিক স্মরণ অনুষ্ঠান। ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে একটি পোস্ট শেয়ার করা হয়, যেখানে অভিনেতার তরুণ বয়সের একটি ছবি এবং ‘সেলিব্রেশন অফ লাইফ’ লেখা রয়েছে। সেই পোস্টেই জানানো হয়েছে, ২৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৫.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ধর্মেন্দ্রর ‘প্রেয়ার মিট’।

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন। তাঁর পরিবার বড় মাপে উদযাপনের তোড়জোড় শুরু করেছিল। কিন্তু হঠাৎ মৃত্যুর খবরে মুহূর্তে পাল্টে যায় সেই ছবিটা। সোমবার তাঁদের বাসভবনে এবং ভিলে পার্লে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান অভিনেতাকে।

ধর্মেন্দ্রর অসুস্থতার খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পুরো সিনেপাড়া। এমনকি শেষ কয়েকদিনে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে মনখারাপ হয়েছিল বহু মানুষের, এমনকি ক্ষোভ প্রকাশ করেছিল দেওল পরিবার।

প্রসঙ্গত, ধর্মেন্দ্রকে ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে চিরস্মরণীয় নাম হিসেবে মনে রাখবে গোটা দেশ। ‘শোলে’, ‘সীতা অউর গীতা’, ‘অনুপমা’, ‘চুপকে চুপকে’, ‘ধর্ম ভীর’—সহ অসংখ্য ছবি বলিউডের সম্পদ হয়ে থেকে যাবে।