ঘাটাল আবারও দেবের– এই নিয়ে তিন বার ঘরের ছেলে ফিরলেন ঘরে। বিদায়ী সাংসদ আবারও সাংসদ! ২০২৪ লোকসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণকে প্রায় দেড় লক্ষ ভোটে হারিয়ে আবারও ছিনিয়ে নিলেন মসনদ। প্রেমিক জিততেই ছেড়ে কথা বললেন বা প্রেমিকা রুক্মিণী মৈত্র। এমনিতে রাজনীতির ময়দানে খুব একটা দেখা যায় না তাঁকে। তবে এই উচ্ছ্বাস চেপে রাখলেন না তিনি। ভোটের প্রচারে দেবকে কম কটাক্ষ করেননি হিরণ। রাজনৈতিক সৌজন্য বজায় রেখে মুখ খোলেননি দেব। এবার সেই বদলাই কি নিলেন রুক্মিণী?
না, মুখে কিছু বলেননি। তবে শেয়ার করেছেন একটি ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে এক ক্ষিপ্র বাঘের মুখ থেকে কোনওরকমে পালাচ্ছে এক হরিণ। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ছবিটি যে ইঙ্গিতবাহী তা বলার অপেক্ষা রাখে না! হিরণ শব্দের অর্থ হরিণ। রুক্মিণীৎ নিরিখে বাঘ তবে তাঁর কাছের মানুষ?
এই সেই ছবি
এ দিন বিজয়ী হওয়ার পর টিভিনাইন বাংলাকে দেব বলেন, “আমি শব্দহীন, বাক্যহীন। এইটুকুই বলব, যাঁরা আমাদের দলকে ভোট দিয়েছেন, বিশ্বাস রেখেছেন, তাঁদের ধন্যবাদ। এবং যাঁরা ভোট দেননি, তাঁদের আশীর্বাদ-প্রার্থণার মধ্যেও কোথাও গিয়ে আমরা ছিলাম। এবং আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা নেটা, প্রত্যেকটা কর্মীরা শেষ তিনমাসে বাড়ি বাড়ি গিয়ে যেভাবে প্রচার করেছেন, যেভাবে মানুষের মন জয় করেছেন, এই জয় তারই জন্যে। সত্যি কথা বলতে দেবের অবদান খুব কম, এই জিত দলের, নেতাদের, যাঁরা পরিশ্রম করেছেন তাঁদের।”