আবারও বিয়ের পিঁড়িতে দেবলীনা কুমার? বিয়ের মরশুমে একের পর এক বিয়ের খবর সামনে উঠে আসতে দেখা যাচ্ছে। বহু সেলেবই এই সিজনে ঘর বাঁধছেন। তবে হঠাৎ কেন উত্তম কুমারের নাতবউ সেজে উঠলেন বিয়ের বেনারসিতে? কি মনে প্রশ্ন জাগছে তো? নাহ, ভয়ের কোনও কারণ নেই। গৌরব ও দেবলীনার সংসার সাজানো যতনেই। ভালই আছেন তিনি। তবে কোনও এক বিয়ে উপলক্ষ্যে তিনি নিজেকে সাজিয়ে তুললেন মায়ের বিয়ের বেনারসিতে। যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন তিনি। দেবলীনা কুমার বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। বোল্ড পোস্ট থেকে শুরু করে সাবেকি লুক, সবটাতেই তিনি বেশ প্রশংসিত। এবারও তার ব্যতিক্রম হল না। তাঁর ছিমছাম সাজে মায়ের নীলরঙা বেনারসি যেন আরও খুলল তাঁর অঙ্গে।
প্রসঙ্গত, অভিনেত্রী দেবলীনা কুমার বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে এখন ব্যস্ত। উল্টোদিকে তিনি নিজেকে বরাবরই মঞ্চে দেখতে চেয়েছেন। অর্থাৎ নাচ তাঁর প্রাণের বিষয়। অভিনয় জগতে পা রাখলেও দেবলীনা কুমার যখন প্রাণ খুলে নাচেন, তখনই যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেন। তাঁর করা বিভিন্ন পোস্ট বারবার দর্শক মনে জায়গা করে নেয়। দেশ কিংবা বিদেশ, ঘুরতে যাওয়া থেকে শুরু করে শুটিং ফ্লোর-এর মাঝে কয়েকটা তুলে নেওয়া সেলফি।
সবটাই দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়ে থাকেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই স্টার মন খুলে একাধিকবার জানিয়েছেন তাঁর পছন্দের বিষয়। পাশাপাশি ঘুরতেও ভীষণ পছন্দ করেন তিনি। সময় সুযোগ পেলেই তিনি গৌরবের সঙ্গে বেরিয়ে পড়েন ঘুরতে। কখনও আবার একাই ব্যগ গুছিয়ে বেরিয়ে পড়েন তিনি। মাঝে মধ্যে সেই সকল ছবি পোস্টও করে থাকেন তিনি সোশ্যাল মিডিয়ায়।