শনিবার রাতেই সুদীপার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে থমকে গেলেন সকলে। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের মা। শনিবার রাতেই তাঁর প্রয়াণের যন্ত্রণা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। মা এমন এত সম্পর্ক, যা না থাকার শোক পাহাড় প্রমাণ। বারবার মাকে নিয়ে সুদীপার করা একাধিক পোস্ট সকলের চোখের কোল ভিজিয়েছিল। বছরের শুরুতেই শোকের ছায়া পরিবার। ভেঙে পড়লেন অভিনেত্রী। বারবার মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে এসেছেন দীপালি দেবী। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে সব চেষ্টা বৃথা করে পরলোক গমন করলেন তিনি।
২০২৩-এ একাধিকবার সুদীপার মায়ের স্বাস্থের খবর শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে। কখনও হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর কখনও আবার সামনে এসেছে তাঁর সেরিব্রাল অ্যাটাকের খবর। তবুও লড়াই থামাননি সুদীপা। অবশেষে থামল তাঁর পথ চলা। সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে সুদীপা রবীন্দ্রনাথ ঠাকপরের গান শেয়ার করে লিখলেন, ‘যদি থাকি কাছাকাছি- দেখিতে না পাও…’। শেয়ার করে নিলেন মায়ের ছবিও।
মায়ের লড়াই কতটা কঠিন হতে চলেছে, আগেই বুঝেছিলেন সুদীপা। মায়ের জন্মদিনেই তাই আবেগঘন পোস্ট করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি সত্যিই জানি না আর কটা জন্মদিন আমরা একসঙ্গে পালন করতে পারব। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, মা-ই হলেন একমাত্র যে তোমাকে কোনও পরিস্থিতিতেই বিচার করে না।’