Dharmendra health update: দেওল পরিবারের মুখে হাসি, বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র
Dharmendra discharged from hospital: শ্বাসকষ্টের সমস্যার জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ৩১ অক্টোবর ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে। ৮৯ বছরের বলিউডের 'হি-ম্যানের' শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিনে উদ্বেগ বেড়েছিল। পরিবারের তরফে অবশ্য বারবার জানানো হয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র। অবশেষে বুধবার সকালে স্বস্তির খবর শোনাল হাসপাতাল।

মুম্বই: কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল। অবশেষে স্বস্তির খবর। হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। বুধবার সকালে বাড়ি নিয়ে যাওয়া হল তাঁকে। এবার বাড়িতেই চিকিৎসা চলবে তাঁর। একথা জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।
শ্বাসকষ্টের সমস্যার জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ৩১ অক্টোবর ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে। ৮৯ বছরের বলিউডের ‘হি-ম্যানের’ শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিনে উদ্বেগ বেড়েছিল। পরিবারের তরফে অবশ্য বারবার জানানো হয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র। বুধবার সাতসকালে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্স ধর্মেন্দ্রর বাড়ির উদ্দেশে রওনা দেয়। ওই অ্যাম্বুল্যান্সে বলিউড অভিনেতা ছিলেন কি না, তা নিয়ে জল্পনা ছড়ায়। শেষপর্যন্ত জল্পনার অবসান ঘটান ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক চিকিৎসক। তিনি বলেন, হাসপাতাল থেকে বর্ষীয়ান অভিনেতাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এবার বাড়িতেই চিকিৎসা চলবে তাঁর।
ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানির নজরদারিতে চিকিৎসা চলছিল ধর্মেন্দ্র। সংবাদসংস্থা পিটিআই-কে সমদানি এদিন বলেন, “বুধবার সকাল সাতে সাতটা নাগাদ ধর্মেন্দ্রজিকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। বাড়িতে তাঁর চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর পরিবারের লোকজন।”
২ দিন আগে বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণের খবর প্রকাশ করা হয়েছিল বিভিন্ন মিডিয়ায়। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ধর্মেন্দ্র-কন্যা তথা অভিনেত্রী এষা দেওল। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, “আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হচ্ছেন। সবাইকে অনুরোধ, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।” ক্ষোভ উগরে দিয়েছিলেন ধর্মেন্দ্রর স্ত্রী অভিনেত্রী হেমা মালিনীও। ভুয়ো খবর না রটিয়ে ধর্মেন্দ্রর দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করতে সবাইকে অনুরোধ করা হয় সানি দেওলের টিমের পক্ষ থেকেও।
