শো বিজনেসে কেটেছে তাঁর দীর্ঘ সময়। শোবিজই তাঁর পেশা এবং নেশা। কিন্তু যখন করোনা ভ্যাকসিন নেওয়ার ছবি শেয়ার করেন, তখন তা শোবিজ নয়। তার উদ্দেশ্যে সচেতনতা। এমনটাই মনে করেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)।
করোনার টিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা এখন ট্রেন্ড। সদ্য করোনার ভ্যাকসিন পেয়েছেন ধর্মেন্দ্র। তাঁর বয়স ৮৫। ফলে সিনিয়র সিটিজেন হিসেবে তিনি করোনার ভ্যাকসিন পেয়েছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও তাঁর মধ্যে যে কোনও দেখনদারি নেই, তা স্পষ্ট করেছেন অভিনেতা।
নিজের ভ্যাকসিন নেওয়ার ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করে ধর্মেন্দ্র লিখেছেন, ‘এটা শো অফ করার জন্য নয়, বরং আপনাদের অনুপ্রাণিত করার জন্য। বন্ধুরা দয়া করে সাবধানে থাকবেন।’
Tweet karte karte…. josh aa gaya …aur main nikal gaya….vaccination lene …. it’s definitely not a show off…but to inspire you all….. Friends, please take care ? pic.twitter.com/gp4lQAZr1l
— Dharmendra Deol (@aapkadharam) March 19, 2021
ধর্মেন্দ্রর আগে একাধিক তারকা করোনার ভ্যাকসিন পেয়েছেন। হেমা মালিনী, জিতেন্দ্র, কমল হাসান, মোহনলাল, নাগার্জুন, রাকেশ রোশন, পরেশ রাওয়ালের মতো সিনিয়র অভিনেতারা রয়েছেন তালিকায়। টলিউডে জিৎ বা রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেছেন। এ বার সেই তালিকায় যুক্ত হল ধর্মেন্দ্রর নামও।
এক বছরেরও বেশি সময় ধরে করোনার সঙ্গে লড়াই করছে গোটা পৃথিবী। এখনও বিপদ মুক্ত নন কেউই। টিকা নেওয়ার পরেও যে ফের কেউ আক্রান্ত হবেন না, চিকিৎসকদের তরফে এমন নিশ্চয়তা এখনও আসেনি। পাশাপাশি করোনা দ্বিতীয় ঢেউ আসতে চলেছে বলে সতর্ক করছেন সব মহলের বিশেষজ্ঞরা। নিউ নর্মালে সব রকম কাজ ফের শুরু হয়েছে। কিন্তু সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছেন সকলেই।
আরও পড়ুন, বাথটবের সামনে বিকিনি পরে ওয়ার্কআউট করলেন মন্দিরা!