সত্‍ মা হেমাকে ছুরি নিয়ে আক্রমণ করেছিলেন সানি! সত্যি জানালেন ধর্মেন্দ্র প্রথম স্ত্রী

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 13, 2025 | 9:52 PM

সানি দেওল-ববি দেওল তখন অনেকটাই বড়। সেই সময়েই বয়সে অনেক ছোট হেমা মালিনীর প্রেমে পড়েন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। এতটাই ঘনিষ্ঠ ছিল সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁরা যে পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

সত্‍ মা হেমাকে ছুরি নিয়ে আক্রমণ করেছিলেন সানি! সত্যি জানালেন ধর্মেন্দ্র প্রথম স্ত্রী

Follow Us

সানি দেওল-ববি দেওল তখন অনেকটাই বড়। সেই সময়েই বয়সে অনেক ছোট হেমা মালিনীর প্রেমে পড়েন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। এতটাই ঘনিষ্ঠ ছিল সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁরা যে পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। অন্য দিকে ধর্মেন্দ্র প্রথম স্ত্রী কোনও ভাবেই তাঁকে ডিভোর্স দিতে রাজি ছিলেন না।

শেষে বাধ্য হয়েই ধর্ম পরিবর্তন করে হেমা এবং ধর্মেন্দ্র বিয়ে করেছিলেন। কিন্তু, জানেন কি বাবা আবার বিয়ে করছেন এই খবরটা মোটেই ভাল চোখে নেননি তাঁর প্রথম পক্ষের বড় ছেলে সানি। বলিসূত্রে খবর,স ত্‍ মা হেমার উপর নাকি আক্রমণও করে বসেন তিনি। বলিউডের গুঞ্জন, ছুরি নিয়ে নাকি হেমাকে ধাওয়া করেন সানি। সত্যিই কি তাই? মুখ খুলেছিলেন সানির মা প্রকাশ কউর।

এত বছর পর আসল সত্যিটা সামনে আনেন তিনি। প্রকাশ বলেন,“এই অভিযোগ সত্যি নয়। সমস্ত সন্তানই চায় বাবা শুধু তার মাকেই ভালবাসবে। কিন্তু এর মানে এটা নয় যে অন্য মহিলাকে গিয়ে সে আক্রমণ করে বেড়াবে। আমি খুব বেশি লেখাপড়া করিনি। তবে আমার ছেলেদের চোখে তো আমিই সবচেয়ে সুন্দরী মহিলা। ছেলেদের ভালভাবে বড় করেছি আমি। ভাল শিক্ষা দিয়েছি। আমি নিশ্চিত এমন কিছু ও কোনওদিন করবে না।” উল্লেখ্য, ছেলের হেমাকে যে পছন্দ নয় এ কথা মেনে নিয়েছিলেন তিনি। তবে হেমাকে মারতে গিয়েছিল ছেলে– এ কথা মানতে নারাজ তিনি। প্রথম স্ত্রীর সঙ্গে সংসার না করলেও দুই ছেলেকে কিন্তু কোনওদিন অবজ্ঞা করেননি ধর্মেন্দ্র। তাঁর প্রথম স্ত্রীর মতেও তিনি স্বামী হিসেবে হয়তো আদর্শ নন, তবে বাবা হিসেবে তিনি তুখোড়। দায়িত্ব পালনে কোনওদিন পিছপা হতে দেখা যায়নি ধর্মেন্দ্রকে।

Next Article