AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘২০৪০-এর মধ্যে প্রতি চার শিশুর মধ্যে একজনের জলের অভাব হবে’: দিয়া মির্জা

সোশ্যাল ওয়ালে নিজের একটি ছবি শেয়ার করেছেন দিয়া। কোনও পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে ছবিটি তুলেছিলেন অভিনেত্রী। জলের ধারে পাথরের উপর বসে রয়েছেন তিনি।

‘২০৪০-এর মধ্যে প্রতি চার শিশুর মধ্যে একজনের জলের অভাব হবে’: দিয়া মির্জা
দিয়া মির্জা।
| Updated on: Mar 22, 2021 | 4:53 PM
Share

জলই জীবন। পাঠ্যবইতে এই আপ্তবাক্য পাঠ আমরা সকলেই করি। কিন্তু বাস্তবে এর গুরুত্ব কতজন বোঝেন? নির্বিচারে ধ্বংস হচ্ছে অরণ্য। পৃথিবীতে জলের ভাগ কমে যাচ্ছে। তার প্রভাব পড়বে সকলের জীবনেই। ওয়ার্ল্ড ওয়াটার ডে অর্থাৎ বিশ্ব জল দিবসে সচেতনতার বার্তা দিলেন বলি (bollywood) অভিনেত্রী (Actress) দিয়া মির্জা (Dia Mirza)।

সোশ্যাল ওয়ালে নিজের একটি ছবি শেয়ার করেছেন দিয়া। কোনও পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে ছবিটি তুলেছিলেন অভিনেত্রী। জলের ধারে পাথরের উপর বসে রয়েছেন তিনি। এই ছবির ক্যাপশনে দিয়া লিখেছেন, ‘২০৪০-এর মধ্যে প্রতি চার শিশুর মধ্যে একজন জলের অভাব নিয়ে বাঁচবে। এ বিষয়ে ভাবুন। আসুন, অরণ্য বাঁচানোর জন্য আমরা একসঙ্গে কাজ করি।’

পরিবেশ নিয়ে বরাবরই সচেতন দিয়া। তিনি আলাদা করে ভাবনাচিন্তা করেন। সচেতনতা প্রসারে উদ্যোগী হন। ‘ইউনাইটেড নেশনস্ এনভায়রনমেন্ট প্রোগ্রাম গুডউইল’-এর অ্যাম্বাসেডারও ছিলেন তিনি। লকডাউনের সময়ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও বেশি করে গাছ লাগানোর বার্তা দিয়েছিলেন। বাগান করা তাঁর অন্যতম শখ।

দিন কয়েক আগে দ্বিতীয় বারের জন্য বিয়ে করেছেন দিয়া। তাঁর স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। অনুভব সিনহার থাপড়-এ শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল দিয়াকে। তাঁর পরবর্তী ছবি তেলগু ভাষায় ওয়াইল্ড ডগ। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন নাগার্জুন।

আরও পড়ুন, মা-মেয়ের যুগলবন্দি পারফরম্যান্স দেখে মুগ্ধ দর্শক