ক্যানসারে নয়, পুনমের মৃত্যু হয়েছে অতিরিক্ত মাদক সেবনের জেরে, দাবি ঘিরে রহস্য

Sneha Sengupta |

Feb 03, 2024 | 12:15 PM

Poonam Pandey: শুক্রবার (২ ফেব্রুয়ারি, ২০২৪) সকালে আসে খবরটা। পুনম পাণ্ডের অফিশিয়াল ইনস্টাগ্রামে পোস্ট হয়, তিনি সার্ভাইকাল ক্যানসারে (জরায়ুমুখ ক্যানসার) মারা গিয়েছেন। কিন্তু পরে জানা যায়, সার্ভাইকাল ক্যানসারে নয়, পুনমের নাকি মৃত্যু হয়েছে অতিরিক্ত মাদকসেবনের কারণে।

ক্যানসারে নয়, পুনমের মৃত্যু হয়েছে অতিরিক্ত মাদক সেবনের জেরে, দাবি ঘিরে রহস্য
পুনম পাণ্ডে

Follow Us

বলিউড মডেল তথা অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবরকে কেন্দ্র করে ক্রমেই রহস্য় ঘনীভূত হচ্ছে। শুক্রবার সকালে ৩২ বছর বয়সী মডেল-অভিনেত্রীর সার্ভাইকাল ক্যানসারে মৃত্যুর যে খবর ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তাঁর ম্য়ানেজার পারুল চাওলা, সেই খবরকে কেন্দ্র করে দিনভর চলেছিল চর্চা। ‘পাবলিসিটি স্টান্ট’ থেকে শুরু করে ‘গুজব’, সোশ্যাল মিডিয়া জুড়ে চলেছিল জোর আলোচনা। পুনমের ১১ বছরের পুরনো দেহরক্ষী আমিন খান ETimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার বলেছিলেন, “আমি বিশ্বাস করি না। আমি ওর বোনকে ফোন করার চেষ্টা করছি। কিন্তু কিছুতেই ফোন ধরছে না। আমি মিডিয়া থেকে সবটা জানতে পারছি।” রটেছিল অধিক মাত্রায় মাসদসেবনের জেরে মৃত্যুর খবরও। এরই মধ্যে Zoom TV-র তরফে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সার্ভাইকাল ক্যানসারে নয়, পুনমের মৃত্যু হয়েছে অতিরিক্ত মাদকসেবনের কারণে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি, ২০২৪) সকালে পুনমের অফিশিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করা হয়, সার্ভাইকাল ক্যানসারে (জরায়ুমুখ ক্যানসার) মারা গিয়েছেন মডেল-অভিনেত্রী। পুনমের ইনস্টাগ্রামের পোস্টে লেখা হয়, “এই সকালটা আমাদের জন্য খুব খারাপ। আমরা পুনমকে হারিয়ে ফেলেছি। সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে তাঁর। ওঁর সংস্পর্শে যে বা যাঁরা এসেছিলেন, প্রত্যেককেই ভালবেসেছিলেন পুনম। এই সময়টা আমাদের জন্য খুবই দুঃখের। অনুরোধ করা হচ্ছে, সকলে এই সময়টা আমাদের একা ছেড়ে দিন।”

এরপর সংবাদ মাধ্যমকে তাঁর ম্যানেজার পারুল চাওলা বলেন, “খবরটি সত্যি, সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে পুনমের।” তিনি সংবাদমাধ্যমকে এ-ও জানিয়েছিলেন, বেশ কিছু দিন আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন পুনম। শেষ পর্যায়ে পোঁছে গিয়েছিল সেই ক্যানসার। নিজের জন্মস্থান উত্তরপ্রদেশে ছিলেন পুনম।

এই খবর সামনে আসার পর পুনমকে নিয়ে নানা আলোচনা হয় নেটমহলে। ইনস্টাগ্রামের মডেল-অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর পোস্টের কমেন্ট বক্সে অনেকে সংশয় প্রকাশ করেন তাঁর মৃত্যুর সত্যতা নিয়েও। অতীতে বহুবার ‘পাবলিসিটি স্টান্ট’ করেছিলেন পুনম। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারত জয়ী হলে তিনি জনসমক্ষে নগ্ন হবেন, এমন  ঘোষণা থেকে শুরু করে বিয়ের পর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার ‘মিথ্য়া’ অভিযোগ… একের পর এক বিতর্ক তৈরি করেছিলেন পুনম। এই কারণেই তাঁর মৃত্যুকে নিয়েও নেটিজ়েনদের একাংশের মধ্যে তৈরি হয় সংশয়। অনেকে এ-ও বলেছেন, জীবনের শেষদিনগুলোয় পুনমকে দেখে মনেই হয়নি, তাঁর শরীরে ক্যানসার থাবা বসিয়েছে। তাঁর লাইফস্টাইল নিয়েও আলোচনা হয়েছে।

Zoom TV-র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুনম সার্ভাইকাল ক্যানসারে নয়, মারা গিয়েছেন অতিরিক্ত মাদক সেবনের জেরে। কিন্তু কী ধরনের মাদক সেবন করে মৃত্যু হয়েছে পুনমের, সে ব্যাপারে Zoom TV-র প্রতিবেদনে কোনও উল্লেখ নেই।

Next Article