মারা যাননি, ইনস্টাগ্রামে হাজির হয়ে দুঃখপ্রকাশ ‘মৃত’ পুনমের

Sneha Sengupta |

Feb 03, 2024 | 1:05 PM

Poonam Pandey Alive: ২৪ ঘণ্টা পর 'মৃত' পুনম পাণ্ডে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আবির্ভূত হয়ে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল হয়েছে সমাজ মাধ্য়ম।

মারা যাননি, ইনস্টাগ্রামে হাজির হয়ে দুঃখপ্রকাশ মৃত পুনমের
পুনম পাণ্ডে।

Follow Us

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মৃত্য়ুর খবর ভুয়ো (fake)–শনিবার (০৩ ফেব্রুয়ারি, ২০২৪) সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েই সেই কথা ঘোষণা করলেন বলিউডের মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। শুধু তাই-ই নয়, নিজের মৃত্যুর ‘ফেক নিউজ়’ ছড়ানোর জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনাও করলেন ৩২ বছর বয়সি পুনম। শুক্রবার (০২ ফেব্রুয়ারি, ২০২৩) পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর সার্ভাইকাল ক্যানসারে মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছিলেন ম্যানেজার পারুল চাওলা। ২৪ ঘণ্টা পর ‘মৃত’ পুনম পাণ্ডে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আবির্ভূত হয়ে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাল হয়েছে সমাজ মাধ্য়ম। তবে শনিবার, ইনস্টগ্রাম ভিজিয়োর মাধ্যমে পুনম বার্তা দিয়েছেন, সার্ভাইকাল ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল তাঁর ভুয়ো মৃত্যুর ঘোষণার কারণ।

পুনম তাঁর ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, “আমি বেঁচে আছি। সার্ভাইকাল ক্যানসারে আমার মৃত্যু হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই কথা সেই সব মহিলাদের ক্ষেত্রে বলতে পারব না, যাঁরা সার্ভাইকাল ক্যানসারের কারণে মারা গিয়েছেন। তাঁদের কিছু করার ছিল না কারণ, এই ক্যানসার সম্পর্কে ধারণা কম সকলের। এখানে এসে আমি এটাই বলতে চাই যে, সার্ভাইকাল ক্যানসার থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য কিছু পরীক্ষা করাতে হয় শুরুতেই। এইচপিভি ভ্যাকসিন নিতে হয় সময় মতো…”

মুম্বইয়ের মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন পুনম। ‘মোহময়ী (Erotic)’ অভিনেত্রী হিসেবে বিখ্যাত পুনম পাণ্ডে। ২০১৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম অভিনীত ছবি ‘নশা’। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ওটিটি গেম শো ‘লকআপ’-এ অংশগ্রহণ করেছিলেন পুনম (২০২২ সালে)। অংশগ্রহণ করেছিলেন ‘বিগ বস সিজ়ন ৭’-এও। বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সেনসেশন তৈরি করা এবং বারবার খবরের শিরোনামে চলে আসার জন্য চর্চিত ছিলেন পুনম। ওই শো-য়ে অংশ নিয়ে নিজের অনুরাগী সংখ্যাও বাড়িয়ে ছিলেন পুনম।

Next Article