একাধিকবার সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার জয়া বচ্চন। এই প্রসঙ্গ নতুন নয়, অতীতে যা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে জয়া বচ্চনকে, এবার তাঁর নাতনি নভ্যা নাভেলি একই প্রশ্ন করে বসলেন জয়া বচ্চনকে। নভ্যার পডকাস্টে এসে এই প্রসঙ্গে মুখ খুললেন জয়া। তাঁকে নিয়ে ট্রোল করা হয়, তাঁর ছোট ছোট ভিডিয়ো ক্লিপিং নিয়ে মিম করা হয়, সবটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় চর্চা থাকে তুঙ্গে। তবে এই নিয়ে জয়া বচ্চন কী ভাবেন জানেন? সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে এবার মুখ খুললেন জয়া বচ্চন। নাতনির প্রশ্ন ফিরিয়ে না দিয়ে, এবার স্পষ্ট জানিয়েদিলেন, তিনি ঠিক কী মনে করেন, যখন এসব তাঁর চোখে পড়ে।
জয়া বচ্চন বললেন, ”যদি মানুষ তাঁদের জীবন যাপনের জন্য এটা থেকে রোজগার চালাতে পারেন, তবে তো ভাল। আমার রেগে যাওয়া ভিডিয়োগুলো ইউটিউব, ইনস্টা, টুইটে ছাড়া হয়। তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্যি এই বিষয় কোনও মন্তব্য করতে চাই না। প্রত্যেকের ব্যক্তিজীবন নিয়েই মন্তব্য করার থাকতে পারে। তাঁদের কাজ নিয়েও মন্তব্য করার থাকতে পারে। আপনারা সেটাকে নিয়ে সমালোচনা করতে পারেন, বিভিন্ন টুকরোতে তা ভেঙে ফেলতে পারেন, আপনি বলতেই পারেন, তিনি হলেন খারাপ অভিনেত্রী। তিনি খারাপ সাংসদ, কিন্তু আপনাদের কোনও অধিকার নেই, বসে বসে আমার চরিত্র নিয়ে কথা বলার। সে শুধু রাগতেই জানেস কীসের ওপর রাগতে জানে? আপনারা আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলবেন, আমি সেটা মেনে নেব? কেন, আমি মানুষ নই?”
জয়া বচ্চন, একটা নির্দিষ্ট বয়সের পর পাল্টাতে থাকে তাঁর আচরণ। কথায় কথায় রেগে যাওয়া, পাপারাৎজিদের ওপর মেজাজ হারানো, ঝড়ের গতিতে ভাইরাল হয়ে থাকে তাঁর ক্লিপিং। এগুলো কি আদপে ভাল লাগে তাঁর? অবশেষে জানিয়ে দিলেন মনের কথা।