নিলাম কোঠারি। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক সময়কার মিষ্টি দেখতে অভিনেত্রী। এই অভিনেত্রীর সঙ্গে এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ধর্মেন্দ্র কনিষ্ঠ পুত্র ববি দেওল। তাঁদের মধ্যে ভালবাসা ছিল খুব। পাঁচ বছর সম্পর্কে থাকার পর হঠাৎই জানা যায়, তাঁদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এর জন্য নাকি দায়ী এক অভিনেত্রী। কে তিনি?
সেই অভিনেত্রীর নাম পূজা ভাট। পরিচালক মহেশ ভাটের বড় মেয়ে পূজা নাকি নিলম এবং ববির সম্পর্কের মাঝে ঢুকে পড়েছিলেন। নিলমের সঙ্গে সম্পর্কে থাকার সময়েই পূজার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন ববি। এই কথা জানতে পেরে অত্যন্ত দুঃখ পেয়েছিলেন নিলম। ববি তাঁকে ঠকিয়েছেন এমন কথা তিনি একাধিক সাক্ষাৎকারে বলেওছিলেন সেই সময়।
সেই সময় নিলম বলেছিলেন, “আমার সঙ্গে ববির সম্পর্ক পাঁচ বছর ধরে চলেছে। আমরা দু’জনে মিলেই ঠিক করি সম্পর্কটায় আর থাকব না। এটায় কারও কিছু বলার নেই কারণ এটা আমাদের নিজেদের একান্ত সিদ্ধান্ত। পাঁচ বছর সম্পর্কে থাকার পর আমরা বুঝতে পারি একে-অপরের সঙ্গে থাকতে পারব না গোটা জীবন।”
সম্প্রতি ‘অ্যানিম্যাল’ ছবিতে নির্বাক ভিলেনের চরিত্রে অভিনয় করে লাইমলাইটে চলে এসেছিলেন ববি। তাঁকে নিয়ে এখন আলোচনা সর্বত্র। যে তারকা হারিয়ে গিয়েছিল অনেক বছর আগে, এমন কমব্যাক করেছেন যে, সকলেই বলছেন, “কামব্যাক করতে হলে ববি দেওলের মতোই করা উচিত।” ‘অ্য়ানিম্যাল’-এ তাঁর ১৫ মিনিটের চরিত্রে অভিনয়ের জন্য নায়ক রণবীরের থেকেও বেশি আলোচিত হয়েছেন ববি। তাতে বেশ খুশি হয়েছেন অভিনেতা। এখন তাঁর হাতে অনেক কাজ। সম্প্রতি জানা গিয়েছে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে কুম্ভকর্ণের চরিত্রে অভিনয় করবেন ববি।