ঐশ্বর্যের জায়গা নেন করিশ্মা, একটা ‘না’-এ পাল্টে যায় কত সমীকরণ
৯০-এর দশকের অন্যতম দাপুটে অভিনেত্রী ছিলেন করিশ্মা। কেরিয়ারে ৫০টির বেশি ছবি করেছেন করিশ্মা কাপুর। যার মধ্যে অধিকাংশই হিট ছবি ছিল গোবিন্দার সঙ্গে ও অজয় দেবগণের সঙ্গে। অজয় দেবগণের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কেও ছিলেন করিশ্মা কাপুর।

বলিউডে কাপুর পরিবার মানেই অভিনেতাদের দাপট। সে রাজ কাপুর থেকে শুরু করে ঋষি কাপুর, পরম্পরায় একে একে অভিনেতাদেরই দেখা গিয়েছে পর্দায় বাজিমাত করতে। বলিউডে কাপুর পরিবার মানেই অভিনেতাদের দাপট। সে রাজ কাপুর থেকে শুরু করে ঋষি কাপুর, পরম্পরায় একে একে অভিনেতাদেরই দেখা গিয়েছে পর্দায় বাজিমাত করতে।
করিশ্মা কাপুর, কাপুর বংশের প্রথম কন্যা সন্তান, যিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেকে প্রথম প্রমাণ করেছিলেন। ৯০-এর দশকের অন্যতম দাপুটে অভিনেত্রী ছিলেন করিশ্মা। কেরিয়ারে ৫০টির বেশি ছবি করেছেন করিশ্মা কাপুর। যার মধ্যে অধিকাংশই হিট ছবি ছিল গোবিন্দার সঙ্গে ও অজয় দেবগণের সঙ্গে। অজয় দেবগণের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কেও ছিলেন করিশ্মা কাপুর।
‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে রানি মুখোপাধ্যায়ের চরিত্রের জন্য তাঁকে পছন্দ করা হয়েছিল প্রথমে। কিন্তু তিনি সাইডে পাঠ করতে রাজি ছিলেন না, আর তাই সরে গিয়েছিলেন এই ছবি থেকে। আবার ঐশ্বর্য রাই বচ্চন রাজা হিন্দুস্তানি ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন। সেই ছবি দিয়েই তাঁর বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে সেই প্রস্তাব যায় করিশ্মার কাছে।
‘দিল তো পাগাল হ্যায়’ ছবির জন্য প্রথমে মোটেও পছন্দ করা হয়নি করিশ্মা কাপুরকে, রবিনা ট্যান্ডন থেকে শুরু করে শিল্পা শেট্টি, জুহি চাওলা একের পর এক স্টার এই ছবির প্রস্তাব ফেরানোর পর তা করিশ্মার কাছে। সিনেপাড়ায় এ বিষয় নতুন কিছু নয়। এমন বহু ছবি রয়েছে যাঁর চরিত্রে অন্য কোনও নায়ক নায়িকার থাকার কথা ছিল।
