আল্লু না রণবীর! বড়পর্দার ‘শক্তিমান’ কে হতে চলেছেন জানেন?
সম্প্রতি আবারও খবরের শিরোনামে ছড়িয়ে পড়ে, যে রণবীর নয় আল্লু অর্জুনই নাকি হতে চলেছেন পর্দার শক্তিমান। এই নিয়ে স্যোশাল মিডিয়ায় তুমুল ঝড় বয়ে যায় দুই তারকার ফ্যানদের মধ্যে।

নব্বইয়ের নস্টালজিয়া মানেই পর্দার সুপারহিরো ‘শক্তিমান’। সেই চরিত্রই এবার বড় পর্দায়? নয়ের দশকে ছোটপর্দায় তুমুল ঝড় তুলেছিল মুকেশ খান্না অভিনীত ‘শক্তিমান’ ধারাবাহিক। সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করে সেই স্মৃতিতে নিজেই ভাসেন অভিনেতা মুকেশ খান্না। যে ভিডিয়ো দেখেই শোরগোল শুরু হয়ে যায় নেটপাড়ায়। তবে এতদিনে পরিষ্কার হয়ে যায় শক্তিমান চরিত্রে মুকেশ খান্না নয় দেখা যাবে বলিউড স্টার রণবীর সিং-কে। এই খবরে অবশ্যই খুশি হয়েছিল রণবীর ফ্যানেরা।
তবে সম্প্রতি আবারও খবরের শিরোনামে ছড়িয়ে পড়ে, যে রণবীর নয় আল্লু অর্জুনই নাকি হতে চলেছেন পর্দার শক্তিমান। এই নিয়ে স্যোশাল মিডিয়ায় তুমুল ঝড় বয়ে যায় দুই তারকার ফ্যানদের মধ্যে। অবশ্য এই এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে এই ছবি নির্মাতারা।
জাতীয় স্তরের একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা উল্লেখ করা হয়েছে, ‘মিন্নাল মুরলী’র পরিচালক ও মালয়ালম চলচ্চিত্রের অভিনেতা বেসিল জোসেফ এই প্রজেক্টটির দায়িত্বে রয়েছেন। বেসিক জোসেফ জানিয়েছেন, যে শক্তিমান ছবিটি কেবলমাত্র রণবীরকে নিয়েই নির্মিত হবে। অন্যরা কেন গুজব ছড়াচ্ছেন, সেটা তাঁরা জানেন না। তবে নিশ্চিত কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে এই গুজব ছড়ানো হচ্ছে। তবে এই ছবিটি তৈরি হলে রণবীর সিংকে নিয়েই তৈরি হবে । রণবীর সিং-এর সঙ্গে কথাও এগিয়ে গিয়েছে।





