‘বাবা মেয়েদের প্রাইভেট করতে চান’, ধর্মেন্দ্র সম্পর্কে এ কী উক্তি কন্যার

Sneha Sengupta |

May 31, 2024 | 2:12 PM

Dharmendra: মেয়ে এশা মুখ খুলেছেন বাবা ধর্মেন্দ্র সম্পর্ক। তুলে ধরেছেন তাঁর রক্ষণশীল মনোভাবকে। মেয়েকে খানিকটা শৃঙ্খলাবদ্ধ করে রাখতে চেয়েছিলেন বলিউড সুপারস্টার। তাঁকে কেরিয়া তৈরি করতে বাধা দিয়েছিলেন। এই কথা এতদিন মুখ ফুটে বলতে পারছিলেন না অভিনেত্রী। এখন আর কোনও আড়াল নেই তাঁর।

বাবা মেয়েদের প্রাইভেট করতে চান, ধর্মেন্দ্র সম্পর্কে এ কী উক্তি কন্যার
ধর্মেন্দ্র এবং এশা।

Follow Us

বাবা-মায়ের মধ্যে একজন থাকেন, যিনি সন্তানকে আগলে রাখার চেষ্টা করেন। অভিনেত্রী এশা দেওয়ালের ক্ষেত্রে সেই ভূমিকা পালন করেছিলেন তাঁর বাবা ধর্মেন্দ্র। মেয়েকে খানিকটা শৃঙ্খলাবদ্ধ করে রাখতে চেয়েছিলেন বলিউড সুপারস্টার। যে সময়ে ডানা মেলে ওড়ার চেষ্টা করছিলেন এশা, ঠিক সেই সময়ই তাঁকে গৃহবন্দী করতে চেয়েছিলেন তাঁর পিতা ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর অনিচ্ছাতেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেছিলেন এশা। এক সাক্ষাৎকারে সেই কথা সাফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

ধর্মেন্দ্রর দুটি বিয়ে। প্রথম বিয়ে পাঞ্জাবের মেয়ে প্রকাশ কৌরের সঙ্গে। দ্বিতীয় বিয়ে ধর্মেন্দ্র করেছিলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীকে। হেমা মালিনীর সঙ্গে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র। এর কারণ, প্রথম স্ত্রী বর্তমান থাকতে দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারে না হিন্দুরা। হেমা এবং ধর্মেন্দ্রর কন্যা এশা। তাঁদের আরও এক মেয়ে রয়েছে অহনা। মা হেমা মালিনীর মতোই দুই কন্যা নাচে পারদর্শী। কিন্তু কেবল নাচ নিয়েই থাকতে চাননি এশা। হতে চেয়েছিলেন অভিনেত্রীও। যে সময় তাঁর কেরিয়ার তৈরি করার কথা, সেই সময় ধর্মেন্দ্র তাঁকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে মানা করেছিলেন। এশা বলেছিলেন, “বাবা চাইতেন পরিবারের মেয়েদের প্রাইভেট করে রাখতে। তাঁদের দুনিয়ার সামনে মেলে ধরতে চাইতেন না তিনি। আমি বাবার কথা শুনিনি। নিজের মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি। অভিনয় করার সিদ্ধান্ত ছিল আমার একান্ত একার। ফলে সেই মতোই আমি অভিনয়ে কেরিয়ার শুরু করি। বাবা কিন্তু আমাকে বাধা দেননি।”

এশাকে ব্রেক দিয়েছিলেন পরিচালক বনি কাপুর। তিনিই এশাকে চিত্রনাট্য পড়িয়েছিলেন। সেই ছবির নাম ছিল ‘কই মেরে দিল সে পুছে’। তখন অভিনেত্রী ‘না তুম জানো না হম’-এর চিত্রনাট্যও ভাল লেগেছিল। দু’টি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এশা। ‘কই মেরে দিল সে পুছে’ আগে মুক্তি পায়। সেটিই তাঁর ডেবিউ ছবি। নায়ক ছিলেন আফতাব শিবদেসানি। ‘না তুম জানো না হম’-এ এশার বিপরীতে ছিলেন হৃত্বিক রোশন।

 

Next Article