নব্বই দশকের ছবি মানেই এক কথায় দর্শকদের কাছে নস্ট্যালজিয়া। একের পর এক ছবি যখন সকলের মনে খুব সহজেই জায়গা করে নিত। শুধু তাই নয়, থেকেও যেত তা বছরের পর বছর ধরে। যেখানে ছবির চরিত্রদের নিয়ে কথা হত, তাঁদের পর্দায় রোম্যান্স সকলের নজরের কেন্দ্রে জায়গাও করে নিত। তেমনই দুই চরিত্র ছবি রাজা হিন্দুস্তানি ছবির আমির খান ও করিশ্মা কাপুর। যেখানের ছবির প্রথমভাগের মিষ্টি প্রেমের গল্প সকলের মন ছুঁয়েছিল। মন ছুঁয়েছিল তাঁদের পর্দায় চরিত্রের উপস্থাপনা। আর বৃষ্টিভেজা সেই রোম্যান্টিক চুম্বনের দৃশ্য। আর সেখানে পর্দায় সেই রোম্যান্স পর্দার পিছনেও গল্প তৈরি করেছিল।
রাজা হিন্দুস্তানি ছবির রোম্যান্টিক দৃশ্য। বলিউডের অন্যতম চুমুর দৃশ্য বলতে যে কটি প্রথম মাথায় আসে তার মধ্যে রাজা হিন্দুস্তানি-তে করিশ্মা ও আমিরের চুম্বন অন্যতম। ছবিতে যা ঝড় তুলেছিল। বৃষ্টিভেজা রোম্যান্টিক চুমু, যা কয়েকমুহূর্তে পর্দায় এক অন্য আবেদন তৈরি করেছিল। ঝড়ের গতিতে যা ভাইরাল আজও ভক্তদের হাতে হাতে, সেই চার মিনিটের চুমু শুট হয়েছিল টানা তিনদিন ধরে। বিশ্বাস করতে অসুবিধে হলেও এটাই সত্যি।
উটি-তে চলছিল এই দৃশ্যের শুটিং। তখন ফেব্রুয়ারি মাস। ঠিকঠাক শর্ট না মেলায় বারে বারে টেক হচ্ছিল এই চুমুর দৃশ্য। কিছুতেই মন ভরছিল না পরিচালকের। একে শীতকাল, তারমধ্যে বৃষ্টিতে ভিজে উটিতে শুটিং একটা সময়ের পর রীতিমত কাঁপতে থাকেন দুজনেই। তবে পরিচালক থামতে নারাজ। উল্টে সামনে চলছিল পাখা। ফলে চরম অবস্থায় কাটে দুই সেলেবের। একটা সময় দুজনেই ক্লান্তভাবে ভাবতে শুরু করেন, কবে, কখন এই চুমুর দৃশ্যের শুটিং শেষ হবে! তবে সেই কঠিন পরিশ্রমের জন্যই এই দৃশ্য আজও বলিউডের আইকনিক হয়ে রয়ে গিয়েছে।