দেশে নয়, এবার বিদেশের বুকে ‘প্রজাপতি ২’, কবে থেকে শুরু শুট?
পরিচালক জানিয়েছেন এটি অবশ্যই 'প্রজাপতি' ছবির টিমের জন্য একটি সাফল্য। লন্ডন শহরের প্রেক্ষাপটেই এই ছবির গল্প হবে বলে আন্দাজ করা যাচ্ছে।

‘প্রজাপতি’ ছবির সাফল্যের পর থেকেই এই ছবির সিক্যুয়েল-এর জন্য দর্শকদের চাহিদা ছিল তুঙ্গে। আবার মিঠুন চক্রবর্তী ও সুপারস্টার দেবের জুটিকে পর্দায় দেখার আশায় দিন গুনছে সকলে । এবার সেই কথা মাথায় রেখেই পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায় চৌধুরী করতে চলেছে ‘প্রজাপতি ২’-এর শ্যুট। সম্প্রতি এই ছবির শ্যুট শুরুর জন্য লন্ডন পাড়ি দিয়েছেন পরিচালক অভিজিৎ সেন।
তিনি TV9বাংলাকে জানিয়েছেন আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে ছবির শ্যুট। কলাকুশলী থেকে অভিনেতারা একে একে পৌঁছে যাবেন লন্ডন। পরিচালক জানিয়েছেন এটি অবশ্যই ‘প্রজাপতি’ ছবির টিমের জন্য একটি সাফল্য। লন্ডন শহরের প্রেক্ষাপটেই এই ছবির গল্প হবে বলে আন্দাজ করা যাচ্ছে।
‘প্রজাপতি’ ছবিতে দেব ভরসা করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের উপর। যদিও প্রজাপতি ২-এ থাকছেন না তিনি। টলিপাড়ার অন্দরের খবর, এই ছবিতে থাকছে ছোট পর্দার অভিনেত্রী জ্যোতার্ময়ী কুণ্ডু। সঙ্গে আরও খবর, এই ছবিতে মিঠুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে না পদ্মশ্রী মমতা শঙ্করকে। অর্থাৎ মৃগয়া ছবির পর এই জুটিকে দর্শক বড় পর্দায় দেখলেও ‘প্রজাপতি ২ ‘ ছবিতে এই জুটির ম্যাজিক দেখা যাবে না। তাহলে মিঠুন চক্রবর্তীর বিপরীতে কে অভিনয় করবেন ‘প্রজাপতি ২’ ছবিতে? থেকে যাচ্ছে প্রশ্ন।
নতুন এই ছবিতে পরিচালক , প্রযোজক থেকে প্রধান দুই চরিত্র মিঠুন চক্রবর্তী ও দেব এই টিমে থাকছে। দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, ছবির গল্প কী হতে চলেছে? এই নিয়ে চলছে জোর জল্পনা।
