AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৮ বছরের হৃত্বিকের কথা শুনেই এই কাজ করে বসেন কিশোর কুমার, তারপর…

খুব ছোট থেকেই রোশন ফিল্ম পরিবারে বেড়ে ওঠেন ঋত্বিক। এবং অভিনয় আসার আগে সিনেমা তৈরির খুঁটিনাটি বুঝতে সিনেমা তৈরির বিভিন্ন বিভাগে হাতে কলমে কাজ করেছেন।

৮ বছরের হৃত্বিকের কথা শুনেই এই কাজ করে বসেন কিশোর কুমার, তারপর...
| Edited By: | Updated on: Jun 23, 2025 | 5:28 PM
Share

আশির দশকের সিনেমা ও তার গান দর্শকদের মনে যে জায়গা করে নিয়েছে, আজও তা স্মরণীয়। কিছু গান তো ভারতের বাইরেও দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। এমনই এক গান ‘ইয়ারানা’ ছবির ‘তেরে জাইসা ইয়ার কাঁহা / কাঁহা এইসা ইয়ারানা..’। কিশোর কুমারের যাদুভরা আওয়াজে এই গান জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল। তবে এই গানটা হতোই না । ‘ইয়ারানা’ ছবির এই গান গেয়েছিলেন কিশোর কুমার। পর্দায় এই গানে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে।

গানটির পরিচালনায় ছিলেন রাজেশ রোশন। পরিচালক দুটি গানের সুর করে তিনি কোন গানটিকে ব্যবহার করবেন, সেটা নিয়ে দোটানায় পড়ে যান । কোনটিকে রাখবেন যখন কিছুতেই ঠিক করতে পারছেন না, ঠিক তখনই স্টুডিয়োতে হাজির হয় বছর আটের একটি বাচ্চা ছেলে, সম্পর্কে রাজেশ রোশনের ভাইপো। তিনি দুটি সুর শুনে যেটা ফাইনাল করলেন, সেটাতেই কিশোর কুমারের যাদুভরা কন্ঠৃ দেশ থেকে বিদেশে সবথেকে বেশি প্রসিদ্ধ হয়েছে। কে এই বাচ্চা ছেলে জানেন? এখন তিনি হিন্দি সিনেমার সুপারস্টার, যাঁকে গ্রীকগড বলা হয়। দর্শকদের প্রিয় ‘কৃষ’ হৃত্বিক রোশন।

প্রসঙ্গত, খুব ছোট থেকেই রোশন ফিল্ম পরিবারে বেড়ে ওঠেন ঋত্বিক। এবং অভিনয় আসার আগে সিনেমা তৈরির খুঁটিনাটি বুঝতে সিনেমা তৈরির বিভিন্ন বিভাগে হাতে কলমে কাজ করেছেন।

প্রসঙ্গত, ‘ইয়ারানা’ সিনেমা রাকেশ কুমার রোশন পরিচালিত। ১৯৮১ সালের একটি মিউজিক্যাল ড্রামা ফিল্ম, এই ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছে আমজাদ খান, নীতু সিং, তনুজা এবং কাদের খান। বন্ধুত্বের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবির প্লট।