জয়ার আপত্তিতেই নাকি অভিষেকের সঙ্গে মেলামেশা বন্ধ হয় রানির, কিন্তু কেন?

Sneha Sengupta |

Jun 29, 2024 | 3:11 PM

Jaya-Abhishek-Rani: রানিকে নাকি একেবারেই সহ্য করতে পারতেন না জয়া। তিনি একেবারেই চাইতেন না অভিষেক রানির সঙ্গে মিশুক। শোনা যায়, জয়া বচ্চনের কারণেই নাকি রানির সংস্পর্শ ত্যাগ করেছিলেন অভিষেক। তাঁদের মধ্যে যোগাযোগও নষ্ট হয়েছিল।

জয়ার আপত্তিতেই নাকি অভিষেকের সঙ্গে মেলামেশা বন্ধ হয় রানির, কিন্তু কেন?
জয়া এবং রানি।

Follow Us

একটা সময় রটেছিল, বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে নাকি বিয়ে করবেন বচ্চন পুত্র অভিষেক। রানির সঙ্গে নাকি মাখোমাখো প্রেমও ছিল অভিষেকের। কিন্তু সেই সম্পর্ক গড়ায়নি বিয়ে পর্যন্ত। এর পিছনে কারণ নাকি ছিলেন অভিষেকের মা জয়া বচ্চন। রানিকে নাকি একেবারেই সহ্য করতে পারতেন না জয়া। তিনি একেবারেই চাইতেন না অভিষেক রানির সঙ্গে মিশুক। শোনা যায়, জয়া বচ্চনের কারণেই নাকি রানির সংস্পর্শ ত্যাগ করেছিলেন অভিষেক। তাঁদের মধ্যে যোগাযোগও নষ্ট হয়েছিল।

জয়া পছন্দ না করলেও রানিকে বেশ পছন্দ করতে অমিতাভ বচ্চন। কন্যার চোখে দেখতেন রানিকে। কিন্তু তাতে কী, জয়ের যে পছন্দ ছিল না রানিকে। ফলে বচ্চন পরিবারের বউ হয়ে রানির আর আসা হয়নি। এমনটাও শোনা যায়, যশরাজের প্রযোজনায় তৈরি ‘লাগা চুনরি মে দাগ’ ছবিতে অভিনয় করেছিলেন রানি এবং জয়া। সেই ছবির শুটিংয়ে ঠান্ডা লড়াই হয়েছিল নবীন-প্রবীণ দুই অভিনেত্রীর। সেই লড়াই আজও বয়ে বেড়াচ্ছেন তাঁরা। শোনা যায়, ছবির শুটিংয়ের সময় জয়া এবং কঙ্কনা সেন শর্মা রানির থেকে দূরত্ব বজায় রেখে বসেছিলেন। কটাক্ষের সুরে জয়া কঙ্কনাকে বলেছিলেন, “রানিকে তোমার হাসিটা ধার দাও।” এই কথা শুনে হোহো করে হেসেছিলেন কঙ্কনা। সেই বিদ্রূপ দেখে রানি ভীষণই বিরক্ত হয়েছিলেন।”

জয়ার সঙ্গে বিবাদের কারণে পরবর্তীকালে অভিষেকের সঙ্গেও কাজ করেননি রানি। তাঁর ব্লকবাস্টার হিট ছবি ‘বান্টি অউর বাবলি’তে অভিনয় করেছিলেন অভিষেক-রানি। ছবির সিকুয়্যেলে আর অভিষেককে দেখা যায়নি। নায়ক হিসেবে অভিনয় করেছিলেন সাইফ আলি খান।

Next Article