AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রাক্তন স্বামী মৃত, করিশ্মার কি সেই ভয়ানক হানিমুনের রাত মনে পড়ছে? কী হয়েছিল সেদিন… 

সেই রাত কালরাত্রী হয়ে দাঁড়ায় নায়িকার জীবনে। নতুন সংসার পেতেছেন। দুচোখে তাঁর নতুন স্বপ্ন। হানিমুনে গিয়ে দেখেন, আচমকাই সেখানে হাজির সঞ্জয়ের কিছু বন্ধু। মজার ছলে স্ত্রীকে বাজি রেখে বসেন সঞ্জয়। ঠিক যেন আজকের মহাভারত।

প্রাক্তন স্বামী মৃত, করিশ্মার কি সেই ভয়ানক হানিমুনের রাত মনে পড়ছে? কী হয়েছিল সেদিন... 
| Edited By: | Updated on: Jun 13, 2025 | 2:49 PM
Share

বচ্চন পরিবারের বউ হওয়া হয়নি তাঁর। বলিউডে কান পাতলে শোনা যায় সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই করিশ্মার সঙ্গে সম্পর্ক ভাঙতে হয় অভিষেক বচ্চনকে। তারপর করিশ্মা কাপুরের জীবনে আসেন সঞ্জয় কাপুর। ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন করিশ্মা ২০০৩ সালে। তখন তাঁর কেরিয়ার মধ্যগগণে। শোনা যায়, করিশ্মার মায়ের নাকি আস্থা ছিল না অভিষেকের উপর। সেই কারণেই বাগদান হওয়ার পরেও কার্যত জোর করেই অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে ভেঙে দিতে মদত দেন তিনি।

তবে এই বিয়েও বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৪ সালে বিচ্ছেদের আবেদন করেন তাঁরা। তবে ২০১৬ সালে করিশ্মা তাঁর স্বামীর নামে এমন কিছু অভিযোগ আনেন, যা শুনে রীতিমতো চমকে উঠেছিল সকলে। সামনে আনেন সঞ্জয়ের আলস রূপ। সঞ্জয়ের সঙ্গে তিনি হনিমুনে গিয়েছিলে। আর সেই রাত কালরাত্রি হয়ে দাঁড়ায় নায়িকার জীবনে। নতুন সংসার পেতেছেন। দুচোখে তাঁর নতুন স্বপ্ন। হানিমুনে গিয়ে দেখেন, আচমকাই সেখানে হাজির সঞ্জয়ের কিছু বন্ধু। মজার ছলে স্ত্রীকে বাজি রেখে বসেন সঞ্জয়। ঠিক যেন আজকের মহাভারত।

বাজি হারতেই প্রিয় বন্ধুর সঙ্গে স্ত্রীকে ভাগ করে নিতেও নাকি এতটুকু সঙ্কোচ হয়নি তাঁর। করিশ্মাকে নিজের বন্ধুর সঙ্গে বিছানা ভাগ করে নিতে জোর করেন সঞ্জয়। তবে করিশ্মা রাজি হননি। করিশ্মার অভিযোগ, প্রতিবাদ করতেই জুটেছিল মারধর। অন্যদিকে সঞ্জয় অভিযোগ করেছিলেন, করিশ্মা নাকি কোনওদিনই তাঁকে ভালবাসেননি। ‘কেবল টাকার জন্য বিয়ে করেছিলেন’, বলেছিলেন এমনটাই।

করিশ্মা থামেননি। তিনি আরও অভিযোগ করেছিলেন। জানিয়েছিলেন, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন তাঁর গায়ে হাত তোলা হয়। কেরিয়ার একপ্রকার শেষ হয়ে গিয়েছিল নায়িকার। যদিও ২০১৪ সালের পর সে অধ্যায় শেষ হয়ে যায়।