সাবধান, কোয়েলের কাছে যাওয়া মানেই বিপদ, জানেন বাবা রঞ্জিতও

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 23, 2024 | 8:48 PM

Tollywood Gossip: শুনে আবারও কোয়েল হাসতে হাসতে খামচাতে যান তাঁর বাবা রঞ্জিত মল্লিককে। দেখে হেলে ওঠেন শাশ্বত। আর ঠিক এই কারণেই কোয়েল মল্লিকের কাছে থেকে দূরে থাকেন সকলে।

সাবধান, কোয়েলের কাছে যাওয়া মানেই বিপদ, জানেন বাবা রঞ্জিতও

Follow Us

কোয়ল মল্লিক, বরাবরই টলিপাড়ার বেশ পছন্দের অভিনেত্রী। স্টারকিড হলেও একের পর এক ছবিতে দক্ষ অভিনয়ের জেরে নিজেকে প্রমাণ করেছেন তিনি। অভিনয়ের দাপটে ঝড় উঠেছে নেটদুনিয়ায়। ভক্তরা বারবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। তবে বিয়ের পর খানকিটা কাজ কমিয়ে দিয়েছেন কোয়েল। এখন বেশ বাছাই করে কাজ করতে পছন্দ করেন তিনি। সম্প্রতি কোয়েল মল্লিককে মিতিন মাসি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বরাবরই ভীষণ কথা বলতে পছন্দ করেন কোয়েল।

সেটের সকলকে নিয়ে হুল্লোরে মেতে থাকেন তিনি। তবুও তাঁর কাছাকাছি থাকতে কীসের ভয়? অপুর সংসার টক শোয়ে এসেছিলেন তিনি একবার বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে। সেখানেই কথা প্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় বলে ওঠেন, কোয়েল আবার খামচাচ্ছে। ওর পাশে বসার কোনও উপায় নেই। কোয়েলের থেকে দূরে থাকাই ভাল। শুনে আবারও কোয়েল হাসতে হাসতে খামচাতে যান তাঁর বাবা রঞ্জিত মল্লিককে। দেখে হেলে ওঠেন শাশ্বত। আর ঠিক এই কারণেই কোয়েল মল্লিকের কাছে থেকে দূরে থাকেন সকলে।

কোয়েল মল্লিক যদিও তার প্রতিবাদ করলেন না। এমন কি অভিনয়ের ক্ষেত্রেও তা বারবার ফুটে ওঠে। পর্দায় কোনও মজার দৃশ্য থাকলেও কোয়েল খামচে ওঠেন। প্রসঙ্গত, কোয়েল এখন ছবি করতে প্রস্তুত। এমন নয় যে তিনি পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ছবির প্রস্তাব এলেই তা গ্রহণ করছেন না অভিনেত্রী। সিদ্ধান্ত নিতে বেশ কিছুটা সময় নিচ্ছে টলিপাড়ার মিতিন মাসি।

Next Article