‘আমরা দুজন বিয়ে করলে খুব বাজেভাবে…’, উত্তমের মুখে বিয়ের কথা শুনেই কী বলেছিলেন সুচিত্রা?
এক কথা অস্বীকার করার কোনও জায়গা নেই, যে সেই যুগে দাঁড়িয়ে দু'জনেই ছিলেন সুপারস্টার। কেরিয়ারে তখন দাপটের সঙ্গে রাজত্ব করছেন। মুঠো মুঠো ছবির প্রস্তাব তাঁদের ঝুলিতে।

উত্তম কুমার-সুচিত্রা সেন, স্বর্ণযুদের জুটি। বাংলা সিনেমার সম্পদ। যাঁদের পর্দায় একসঙ্গে দেখতে পছন্দ করেন প্রতিটা বাংলা সিনেপ্রেমী মানুষ। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা। তবে জুটিতেও কম যান না। প্রায় ৩০টি ছবি তাঁরা একসঙ্গে করেছেন। যার অধিকাংশই হিট। পর্দার বাইরেও তাঁদের অনুরাগীরা একসঙ্গে দেখতে পছন্দ করতেন। তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ কেমন, জানতে চাইতেন সকলেই। কখনও বন্ধুত্ব, কখনও প্রেম, এমন নানা জল্পনা তাঁদের কেন্দ্র করে ঘুরে বেড়াতো সিনেপাড়ায়।
শোনা যায় এই জল্পনা কানে যেতে একবার বিয়ের কথাও নাকি মহানায়িকাকে বলে বসেছিলেন উত্তম কুমার। এই কথা নাকি সুচিত্রা সেনের বাড়িতেই হয়েছিল। যেখানে উত্তম কুমার বলেছিলেন, রমা, তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো? প্রশ্ন শুনে বিন্দুমাত্র বিচলিত হননি সুচিত্রা। তিনি পাল্টা যুক্তি দিয়ে উত্তম কুমারকে বুঝিয়েছিলেন, “একদিনও এই বিয়ে টিকত না। কারণ তোমার আর আমার ব্যক্তিত্ব অত্যন্ত স্বতন্ত্র। সেখানে সংঘাত হতোই। তুমি চাইতে তোমার সাফল্য, আমি চাইতাম আমার সাফল্য। এমন দুজন বিয়ে করলে খুব বাজেভাবে তা ভেঙে যেত।”
এক কথা অস্বীকার করার কোনও জায়গা নেই, যে সেই যুগে দাঁড়িয়ে দু’জনেই ছিলেন সুপারস্টার। কেরিয়ারে তখন দাপটের সঙ্গে রাজত্ব করছেন। মুঠো মুঠো ছবির প্রস্তাব তাঁদের ঝুলিতে। সবটা নিয়ে ব্যস্ত থাকতেন তাঁরা। তবে ব্যক্তিজীবনে যে তাঁরা সংসার করেননি এমনটা নয়। তবে দুজনে এক ছাদের তলায় থাকলে সম্পর্ক কতটা টিকত, না নিয়ে প্রশ্ন ছিল নায়িকার মনে। তা তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন সকলের স্বপ্নের রাজপুত্রকে।
