AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সোনাক্ষী-জ়াহিরের বিয়েতে মদনদেব ছিলেন সলমন, জানতেন?

Salman-Zaheer: মদনদেব যেমন ভালবাসার বাণ ছুড়তেন, অনেকটা তেমনই নাকি সোনাক্ষী-জ়াহিরের জীবনে বাণ ছুড়েছিলেন সলমন। প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষীকে 'দাবাং' ছবিতে লঞ্চ করেছিলেন সলমন। 'নোটবুক' ছবিতে জ়াহির ইকবালকে লঞ্চ করেছিলেন তিনিই। তা হলে সূত্রটা বুঝতেই পারছেন?

সোনাক্ষী-জ়াহিরের বিয়েতে মদনদেব ছিলেন সলমন, জানতেন?
সোনাক্ষী-জ়াহির।
| Updated on: Jul 20, 2024 | 4:29 PM
Share

সোনাক্ষী সিনহা এবং জ়়াহির ইকবালের বিয়েতে নাকি মদন দেবের ভূমিকায় ছিলেন ভাইজান সলমন খান। সলমন খানই নাকি ছিলেন সোনাক্ষী-জ়াহিরের সম্পর্কের ঘটক। মদনদেব যেমন ভালবাসার বাণ ছুড়তেন, অনেকটা তেমনই নাকি ভূমিকা পালন করেছিলেন সলমন। প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষীকে ‘দাবাং’ ছবিতে লঞ্চ করেছিলেন সলমন। ‘নোটবুক’ ছবিতে জ়াহির ইকবালকে লঞ্চ করেছিলেন তিনিই। তা হলে সূত্রটা বুঝতেই পারছেন?

২০১৩ সাল থেকে সলমনের বাড়িতে পার্টি করেন সোনাক্ষী। সেই পার্টিতে উপস্থিত থাকতেন জ়াহিন। সেই সময় তাঁদের কখনওই কথা হত না। মুখ চেনা হলেও, আড্ডা দিতেন না তাঁরা। প্রথম কথা বলা শুরু হয় ২০১৭ সালের ২৩ জুন। দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে, ২০২৪ সালের ওই দিনই বিয়ে করেন সোনাক্ষী-জ়াহির।

সোনাক্ষী বলেছিলেন, “২০১৭ সালের ২৩ জুন সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম আমি। তখন সেখানে জ়াহির ওর বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল। সেই প্রথম জ়াহিরে সঙ্গে আমার আলাপ এবং আড্ডা হয়। আমরা অনেক কথা বলেছিলাম সেদিন। একে-অপরকে ভাল লেগেছিল আমাদের। তারপর থেকেই প্রেমের সূত্রপাত।” তা হলে বুঝতেই পারছেন, সলমন কেন সোনাক্ষীর জীবনে মদনদেব হয়ে এসেছেন। পরোক্ষভাবে হলেও, তিনি না থাকলে যে জ়াহিরকে পেতেনই না সোনাক্ষী।