বলিউডের ‘দুষ্টু লোক’ অমরেশ পুরীর নাতিও অভিনেতা, চেনেন তাঁকে?
তিনি কখনও অত্যন্ত রক্ষণশীল বাবা। কখনও আবার সমাজের সেই খারাপ মানুষ। সত্তরের দশকে তাঁকে বড় পর্দায় দেখলে যেন হাত পা ঠান্ডা হয়ে যেত সকলের। বলিউডের আলোচিত খলনায়কের তালিকা হলে প্রথমেই হয়তো তাঁর কথাই মনে পড়বে। তিনি হলেন অমরেশ পুরী। জানেন কি তাঁর নাতি বলিপাড়ার অভিনেতা।
তিনি কখনও অত্যন্ত রক্ষণশীল বাবা। কখনও আবার সমাজের সেই খারাপ মানুষ। সত্তরের দশকে তাঁকে বড় পর্দায় দেখলে যেন হাত পা ঠান্ডা হয়ে যেত সকলের। বলিউডের আলোচিত খলনায়কের তালিকা হলে প্রথমেই হয়তো তাঁর কথাই মনে পড়বে। তিনি হলেন অমরেশ পুরী। যাঁকে পর্দায় দেখলেই সকলে বলে উঠতেন ‘দুষ্টু লোক’।
কিন্তু বাস্তবে নাকি তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। এমনটাই শোনা যায়। অমরেশের মৃত্যুর পর তাঁর পরিবারের কাউকে সে ভাবে দেখা যায়নি পর্দায়। বর্তমানে অনেক অভিনেতা অভিনেত্রীর ছেলে বা মেয়েদের দেখা যায় বড় পর্দায়। কিন্তু অমরেশ পুরীর পরিবারের কাউকে সেভাবে এখনও দেখা যায়নি। কিন্তু জানেন কি বর্ষীয়ান অভিনেতার নাতিও বলিউডে অভিনয় করেন। না দাদু নামজাদা অভিনেতা হলেও সে ভাবে ইন্ডাস্ট্রিতে এখনও জমি শক্ত করতে পারেননি বর্ধন পুরী। অনেক ঠোক্কর খাওয়ার পরেও সে ভাবে শিকে ছেঁড়েনি। উল্টে অনেক কুপ্রস্তাবও পেয়েছেন।
২০১৯ সালে ‘ইয়ে শালি আশিকি’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তাঁর। কিন্তু সেই ছবি বক্স অফিসে সে ভাবে সাড়া ফেলতে পারেনি। কিন্তু এই ছবির মুক্তির পরেই তিনটি ছবিতে একসঙ্গে সই করেন বর্ধন। কিন্তু তিনটি ছবির শুটিংই বন্ধ হয়ে যায়। অমরেশ পুরীর নাতি হওয়া সত্ত্বেও সে ভাবে এখনও সুযোগ পেয়ে উঠতে পারেননি অভিনেতা। তাঁর দাবি, এমন অনেক অদ্ভুত অদ্ভুত প্রস্তাব আসে যে গ্রহণ করা মুশকিল। তিনি বলেন, “আমায় এমনটাও শুনতে হয়েছে যে যৌনসঙ্গী হিসাবে আমার পুরুষ পছন্দ নাকি মহিলা।” অনেক কুপ্রস্তাব পেয়ে রীতিমতো হতাশ অভিনেতা। তবে শত বাধার পরেও চেষ্টা ছাড়তে নারাজ বর্ধন। শুধুমাত্র একটা সুযোগ পাওয়ার অপেক্ষায় অমরেশের নাতি।