কৃষক আন্দোলনের সমর্থনে রিহানার টুইট, প্রশংসায় গান বাঁধলেন দিলজিৎ

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 03, 2021 | 6:12 PM

কঙ্গনা লিখলেন...‘একেও দুটাকা উপার্জন করতে হবে। এ সবের পরিকল্পনা কবে থেকে চলছে?'

Follow Us

মার্কিন পপ গায়িকা রিহানা কৃষক আন্দোলন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া নিয়ে একটি সংবাদসংস্থার প্রতিবেদন শেয়ার করেন। প্রশ্ন করেন, “আমরা এই বিষয়ে কথা বলছি না কেন?”

 

আরও পড়ুন ‘জয়াজি’র থেকে শিখুন! টুইটে অমিতাভকে বিঁধলেন ফ্যান

 

এবং তার পর থেকে একের পর এক বলিউড তারকা পোস্ট করে চলচেন টুইটারে। কৃষক আন্দোলনে পক্ষে তো কেউ বিপক্ষে মুখ খুলছেন। কন্ট্রোভার্সিয়াল কুইন কঙ্গনা রিহানার টুইটটি রিটুইট করে লিখছেন , “চুপ করে বসে থাকো, আমরা তোমাদের মতো দেশকে বিক্রি করছি না।” একইসঙ্গে কৃষকদের “জঙ্গি” বলেও আখ্যা দিয়েছেন তিনি। অন্যদিকে বলিউড গায়ক-অভিনেতা দিলজিৎ দোসঞ্জ পপ গায়িকাকে শুধু প্রশংসা নয় তাঁর জন্য গানও বাঁধলেন তিনি। গানের নাম ‘রিরি’। গানের লিঙ্কও পোস্ট করেন দিলজিৎ।

তিনি লেখেন, ‘বারবাডোজ দিয়ে সোনিয়ে কুড়িয়ে…রং দিও কনকন দি জাই এ…রাজ চন রব নু করে সালাম জিনে পরী ঝর্ত তে লই এইন..’ যার অর্থ বার্বাডোজের (যেখানে বড় হয়ে উঠেছে রিহানা) সুন্দরী মেয়ে…

রিহানা কৃষক আন্দোলনের সমর্থনে করলেন পোস্ট। আর দিলজিৎ ‘রিরি’ গান উৎসর্গ করেন।

 

 

অন্যদিকে, দিলজিতের শেয়ার করার পর পরই কঙ্গনা এক হাত নেন গায়কের। কঙ্গনা টুইট করে লেখেন,

‘একেও দুটাকা উপার্জন করতে হবে। এ সব কবে থেকে পরিকল্পনা চলছে? এই ভিডিও তৈরি করতে এক মাস তো নুন্যতম লাগবেই…এবং এ (দিলজিৎ) আমাদের বিশ্বাস করতে বলছে এগুলো সব অর্গ্যানিক’। দিলজিৎ কঙ্গনার এই টুইটের প্রতিক্রিয়াও জানান।

 

 

 

মার্কিন পপ গায়িকা রিহানা কৃষক আন্দোলন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া নিয়ে একটি সংবাদসংস্থার প্রতিবেদন শেয়ার করেন। প্রশ্ন করেন, “আমরা এই বিষয়ে কথা বলছি না কেন?”

 

আরও পড়ুন ‘জয়াজি’র থেকে শিখুন! টুইটে অমিতাভকে বিঁধলেন ফ্যান

 

এবং তার পর থেকে একের পর এক বলিউড তারকা পোস্ট করে চলচেন টুইটারে। কৃষক আন্দোলনে পক্ষে তো কেউ বিপক্ষে মুখ খুলছেন। কন্ট্রোভার্সিয়াল কুইন কঙ্গনা রিহানার টুইটটি রিটুইট করে লিখছেন , “চুপ করে বসে থাকো, আমরা তোমাদের মতো দেশকে বিক্রি করছি না।” একইসঙ্গে কৃষকদের “জঙ্গি” বলেও আখ্যা দিয়েছেন তিনি। অন্যদিকে বলিউড গায়ক-অভিনেতা দিলজিৎ দোসঞ্জ পপ গায়িকাকে শুধু প্রশংসা নয় তাঁর জন্য গানও বাঁধলেন তিনি। গানের নাম ‘রিরি’। গানের লিঙ্কও পোস্ট করেন দিলজিৎ।

তিনি লেখেন, ‘বারবাডোজ দিয়ে সোনিয়ে কুড়িয়ে…রং দিও কনকন দি জাই এ…রাজ চন রব নু করে সালাম জিনে পরী ঝর্ত তে লই এইন..’ যার অর্থ বার্বাডোজের (যেখানে বড় হয়ে উঠেছে রিহানা) সুন্দরী মেয়ে…

রিহানা কৃষক আন্দোলনের সমর্থনে করলেন পোস্ট। আর দিলজিৎ ‘রিরি’ গান উৎসর্গ করেন।

 

 

অন্যদিকে, দিলজিতের শেয়ার করার পর পরই কঙ্গনা এক হাত নেন গায়কের। কঙ্গনা টুইট করে লেখেন,

‘একেও দুটাকা উপার্জন করতে হবে। এ সব কবে থেকে পরিকল্পনা চলছে? এই ভিডিও তৈরি করতে এক মাস তো নুন্যতম লাগবেই…এবং এ (দিলজিৎ) আমাদের বিশ্বাস করতে বলছে এগুলো সব অর্গ্যানিক’। দিলজিৎ কঙ্গনার এই টুইটের প্রতিক্রিয়াও জানান।

 

 

 

Next Article