কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেবকুমার বসু

Oct 18, 2024 | 11:42 AM

Deb kumar bose: বাবারই মতো তিনিও স্বপ্ন দেখেছিলেন ছবি তৈরি করবেন। দেবকী বসুর হাত ধরেই বাংলা ছবির এক নয়া যুগ শুরু হয়েছিল। তবে তিনি নাকি চাননি তাঁর সন্তান ছবির জগতে পা রাখুক।

কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেবকুমার বসু

Follow Us

প্রয়াত পরিচালক দেবকুমার বসু। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিংবদন্তি পরিচালক দেবকী বসুর একমাত্র পুত্র সন্তান তিনি। খবর ছড়িয়ে পড়তেই সিনেপাড়ায় শোকের ছায়া। এদিন বেলা ১টা নাগাদ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে মুদিয়ালির বাসভবনে।

বাবারই মতো তিনিও স্বপ্ন দেখেছিলেন ছবি তৈরি করবেন। দেবকী বসুর হাত ধরেই বাংলা ছবির এক নয়া যুগ শুরু হয়েছিল। তবে তিনি নাকি চাননি তাঁর সন্তান ছবির জগতে পা রাখুক। অন্যদিকে দেবকুমারের ভাগ্যে তখন অন্য কাহিনি। বাংলা নয়, মণিপুরকে ছবির প্রথম স্বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তার জন্য দীর্ঘ লড়াই করেছিলেন দেবকুমার। প্রথমে অসম, সেখানে গিয়ে অনেক কষ্টে বানিয়েছিলেন প্রথম ছবি সংগ্রাম। যে ছবি সকলের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এরপর তাঁর নজর যায় মণিপুরে। সেখানে তখনও কোনও ছবি তৈরি হয়নি। যে জায়গায় কেউ ছবির জগত সম্পর্কে অবগতও ছিলেন না, জানতেন না অভিনয়, ক্যামেরা কোনও কিছুই। সেই মণিপুরেই একটা সময় নিজের ছবি তৈরি করেছিলেন দেবকুমার। টালমাটাল পরিস্থিতি, যুদ্ধ, বিদ্রোহ তখন দিকে দিকে। দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ পথচলার পর মুক্তি পায় ‘মাতামগি’ মণিপুর অর্থাৎ ‘আজকের মণিপুর’।

Next Article