‘অত্যন্ত কঠিন কাজ…’, গওহর জান রূপে অর্পিতাকে দেখে কেমন লাগে গৌতম ঘোষের?
Arpita Chatterjee: একজন অভিনেত্রী মঞ্চে এক ঘণ্টা ৪৫ মিনিট ধরে নাচ, গান পরিবেশন করে চলেছেন। এক বা দুই নয়, বিভিন্ন ভাষায় ৯ টা গান। রীতিমত তালিম নিয়ে নিজেকে তৈরি করেছেন অর্পিতা। টানা দেড় বছরের লড়াই।
কলকাতার বুকে ‘মাই নেম ইজ জান’ শো আসতে চলেছে। ৬ ডিসেম্বর জিডি বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হবে অর্পিতা চট্টোপাধ্যায়ের এই নাটক। তবে এই প্রথম নয়, কলকাতার বুকে ২০২১ সালেই ঝড় তুলেছি ‘মাই নেম ইজ জান’। অর্পিতা চট্টোপাধ্যায়কে তখন সকলে নতুন রূপে আবিষ্কার করেছিলেন। প্রথম শো থেকেই হিট এই নাটক। দর্শক আসনে সেদিন বাঘা-বাঘা শিল্পীরা জায়গা করে নিয়েছিলেন। টানা দুই ঘণ্টা ধরে শো দেখে বেরিয়ে সকলেই ছিলেন প্রশংসায় পঞ্চমুখ।
অর্পিতাকে গওহর জান রূপে দেখে মুগ্ধ হয়েছিলেন সকলেই। অভিনেতা, অভিনেত্রীদের দিয়ে অভিনয় করিয়ে নেওয়া যাঁর কাজ অর্থাৎ পরিচালক গৌতম ঘোষ ছিলেন দর্শকাসনে। তাঁর কথায়, “অর্পিতা অসাধারণ একটা কাজ করেছে। অত্যন্ত কঠিন কাজ। এ ভাবে গান গাওয়া, নৃত্য এবং অভিনয় অত্যন্ত কঠিন কাজ।”
একজন অভিনেত্রী মঞ্চে এক ঘণ্টা ৪৫ মিনিট ধরে নাচ, গান পরিবেশন করে চলেছেন। এক বা দুই নয়, বিভিন্ন ভাষায় ৯ টা গান। রীতিমত তালিম নিয়ে নিজেকে তৈরি করেছেন অর্পিতা। টানা দেড় বছরের লড়াই। যদিও মাঝে দুই বছরের বিরতি ছিল। অপেক্ষায় ছিলেন দর্শকেরা আবার কবে মঞ্চে ফিরবেন অর্পিতা। অবশেষে অপেক্ষার অবসান। ২০২৪-এর শেষের দিকেই নতুন রূপে ‘মাই নেম ইজ জান’ নিয়ে ফিরলেন তিনি।
উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।
এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-
২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া
৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি
২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ
৯ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা