Delhi-Amritsar Shatabdi Express Coach Missing: শতাব্দী এক্সপ্রেস থেকে ‘গায়েব’ আস্ত একটা যাত্রীসুদ্ধ কামরা! হুলুস্থুলু পড়ে গেল রাজধানীতে?
Delhi-Amritsar Shatabdi Express Coach Missing: রেল কর্তৃপক্ষকে বিলম্বের কারণ জিজ্ঞেস করাতেই যে কারণ তাঁরা জানান তা শুনে চোখ কপালে উঠেছে যাত্রীদের।
ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে, এদিকে জোড়াই হয়নি আস্ত একটা কামরা, এমনই অদ্ভুত ঘটনার স্বাক্ষী রাজধানীবাসি। দিল্লি থেকে শনিবার সকাল ৭টা ২০ মিনিটে অমৃতসরের উদ্দেশ্যে যাত্রা কররা কথা ছিল শতাব্দী এক্সপ্রেসের। এমনিতে ভারতে ট্রেন ছাড়তে অনেক সময় একটু আধটু দেরি হয়েই থাকে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে অনেকক্ষণ কেটে গেলেও ট্রেন না ছাড়লে বিব্রত হয়ে পড়েন রেল কর্তৃপক্ষ। চিৎকার, চেঁচামেচি শুরু হতেই প্রকাশ্যে আসে আসল ব্যপার।
রেল কর্তৃপক্ষকে বিলম্বের কারণ জিজ্ঞেস করাতেই যে কারণ তাঁরা জানান তা শুনে চোখ কপালে উঠেছে যাত্রীদের। জানা যায়, আস্ত একটা কামরাই ট্রেনের সঙ্গে জুড়তে ভুলে গেছেন রেলকর্মীরা। নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা পরে ট্রেন ছাড়ে স্টেশন থেকে। ট্রেনের একটি এক্সিকিউটিভ কোচ জুড়তে ভুলে যাওয়ায় এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে।
এই ঘটনা জানাজানি হতেই সমাজমাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে নয়াদিল্লি স্টেশনে যাত্রীরা আরপিএফকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। অনেক যাত্রী সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, গন্তব্যে তাঁদের নির্ধারিত কিছু কাজ ছিল। কারও অফিসের কাজ ছিল, কারও কলেজের অনুষ্ঠানে যোগ যাওয়ার কথা ছিল। ট্রেন দেরিতে চলার কারণে সেই কাজ করতে পারেননি। বিপাকে পড়েছেন পর্যটকেরাও।
এখন অবধি রেল কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি না এলেও, একটি বেসরকারি সংবাদ মাধ্যমের দাবি নিজেদের ভুল স্বীকার করেছে রেল। ‘তদারকির ভুলে’ বা ‘লজিস্টিক সাপোর্টে’র ভুলের কারণেই এগজিকিউটিভ কামরাটি শতাব্দী এক্সপেসের সঙ্গে জোড়া হয়নি বলে জানিয়েছে তাঁরা। কী ভাবে এত বড় ভুল হল তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।