Jamtara of Bengal: হাত পাকিয়ে সাইবার জালিয়াতিতে সাবালক! বাংলার বুকে এক টুকরো জামতাড়া চোপড়া?
Jamtara of Bengal: সাইবার জালিয়াতিতে বাংলা কাঁপাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া। ট্যাবের টাকা জালিয়াতিকাণ্ডে লালবাজারের তদন্তে নাম উঠে এসেছে বিহার ও বাংলাদেশ লাগোয়া চোপড়ার প্রত্যন্ত এলাকার নাম। গ্রেফতারির সংখ্যাতেও এগিয়ে এই চোপড়া। ঠিক কী চলছে সেখানে?

রূপক ঘোষ ও প্রসেনজিৎ চৌধুরী কখনও এটিএমের পিন জেনে টাকা হাতানো, কখনও সেক্সটরশন, কখনও হাতিয়ার সোশ্যাল মিডিয়া। বিগত কয়েক বছরে কার্যত গোটা দেশের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে একটাই নাম, ‘জামতাড়া’। ঝাড়খণ্ডের এই ছোট্ট এলাকার ছেলেপুলেদের দাপটে কার্যত নাভিশ্বাস উঠেছে গোটা দেশের। অন্তর্জালের জাল ছড়িয়ে প্রযুক্তির অগ্রগতিকে ‘আশীর্বাদরূপে’ গ্রহণ করেছে ‘জামতাড়া গ্যাং’। আর তাঁদের অভিশাপেই সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে পথে বসেছে হাজার হাজার মানুষ। আত্মহত্যার ঘটনাও ঘটেছে। চোর-পুলিশের খেলাও চলেছে। কিন্তু, তাতে কী! কালো টাকায় পকেট দিনে দিনে আরও ফুলেছে জামতাড়ার ছেলে-ছোকরাদের। এবার যেন বাংলার বুকেই এবার মিনি ‘জামতাড়া গ্যাং’। অনেকেই বলছেন, বাংলার মিনি জামতাড়া চোপড়াই। ট্যাব জালিয়াতিতে বিগত কয়েকদিনে যেভাবে চোপড়ার নাম জড়িয়েছে...





