‘গদর-২’ নিয়ে চলছে আলোচনা, কে-কে থাকছেন নতুন ছবিতে জানালেন পরিচালক

শুভঙ্কর চক্রবর্তী | Edited By: arunava roy

Mar 17, 2021 | 1:44 PM

‘অপনে-২’-এর প্রসঙ্গে অনিল বলেন, “লকডাউন চলাকালীন আমরা সকলেই পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছি। প্রয়োজনীয় সময়ে আমরা আমাদের প্রিয়জনদের জন্য যেখানে দাঁড়িয়েছি।

Follow Us

দু’দশকের পরও দর্শকের মনে এখনও দাগ কেটে রয়েছে সানি দেওল-আমিশা পাটিল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’। পরিচালক অনিল শর্মা। বছরের পর বছর ছবিটি বলিউড ইতিহাসে ‘কাল্ট’ হয়ে রয়েছে।

সূত্রের খবর, এই পিরিয়ড লাভ স্টোরির সিক্যুয়েল নিয়ে আসতে চলছেন পরিচালক। আরও খবর, যে ‘গদর: এক প্রেম কথা’র নির্মাতারা গল্পের প্লট পয়েন্ট এবং স্ক্রিপ্টের কাজ শেষ করে ফেলেছেন।

 

আরও খবর “নিজের ছবির ঘোষণা করলাম, ভীষণ স্পেশাল লাগছে!” প্রিয়াঙ্কা

 

সানি এবং আমিশা দু’জনেই নতুন ছবিতে থাকছেন। এবং এও জানা যাচ্ছে, পরিচালক অনিলের পুত্র উৎকর্ষ শর্মা যে ‘গদর’-এ সানি ও আমিশার ছেলের চরিত্রে (জিতা) অভিনয় করেছিল, সে এই সিক্যুয়েলে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন।

 

 

২০১৮ সালে ‘জিনিয়াস’ ছবিতে উৎকর্ষ বলিউডে পা রেখেছিলেন। পরিচালক অনিল জানিয়েছেন যে সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছে তবে তিনি সঠিক সময়ে আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করবেন। তাঁর মতে, বিষয়গুলি এই মুহূর্তে একটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যদিকে, তিনি তার পরের প্রোজেক্ট ‘অপনে-২’-এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন। ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল এবং করণ দেওলের থাকছেন প্রধান চরিত্রে।

 

 

‘অপনে-২’-এর প্রসঙ্গে অনিল বলেন, “লকডাউন চলাকালীন আমরা সকলেই পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছি। প্রয়োজনীয় সময়গুলোতো আমরা আমাদের প্রিয়জনদের জন্য দাঁড়িয়েছি। এই ইমোশনাল বন্ডিং আমাকে ‘অপনে-২’-এর বিষয়ে ধারণা দিয়েছিল। আমি মনে করি পারিবারিক প্রেমের গল্পে ছবি করবার জন্যে এই সময়টা ভীষণ সঠিক।”

দু’দশকের পরও দর্শকের মনে এখনও দাগ কেটে রয়েছে সানি দেওল-আমিশা পাটিল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’। পরিচালক অনিল শর্মা। বছরের পর বছর ছবিটি বলিউড ইতিহাসে ‘কাল্ট’ হয়ে রয়েছে।

সূত্রের খবর, এই পিরিয়ড লাভ স্টোরির সিক্যুয়েল নিয়ে আসতে চলছেন পরিচালক। আরও খবর, যে ‘গদর: এক প্রেম কথা’র নির্মাতারা গল্পের প্লট পয়েন্ট এবং স্ক্রিপ্টের কাজ শেষ করে ফেলেছেন।

 

আরও খবর “নিজের ছবির ঘোষণা করলাম, ভীষণ স্পেশাল লাগছে!” প্রিয়াঙ্কা

 

সানি এবং আমিশা দু’জনেই নতুন ছবিতে থাকছেন। এবং এও জানা যাচ্ছে, পরিচালক অনিলের পুত্র উৎকর্ষ শর্মা যে ‘গদর’-এ সানি ও আমিশার ছেলের চরিত্রে (জিতা) অভিনয় করেছিল, সে এই সিক্যুয়েলে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন।

 

 

২০১৮ সালে ‘জিনিয়াস’ ছবিতে উৎকর্ষ বলিউডে পা রেখেছিলেন। পরিচালক অনিল জানিয়েছেন যে সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছে তবে তিনি সঠিক সময়ে আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করবেন। তাঁর মতে, বিষয়গুলি এই মুহূর্তে একটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যদিকে, তিনি তার পরের প্রোজেক্ট ‘অপনে-২’-এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন। ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল এবং করণ দেওলের থাকছেন প্রধান চরিত্রে।

 

 

‘অপনে-২’-এর প্রসঙ্গে অনিল বলেন, “লকডাউন চলাকালীন আমরা সকলেই পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছি। প্রয়োজনীয় সময়গুলোতো আমরা আমাদের প্রিয়জনদের জন্য দাঁড়িয়েছি। এই ইমোশনাল বন্ডিং আমাকে ‘অপনে-২’-এর বিষয়ে ধারণা দিয়েছিল। আমি মনে করি পারিবারিক প্রেমের গল্পে ছবি করবার জন্যে এই সময়টা ভীষণ সঠিক।”

Next Article