“নিজের ছবির ঘোষণা করলাম, ভীষণ স্পেশাল লাগছে!” প্রিয়াঙ্কা

‘দ্য হোয়াইট টাইগার’ ছবির সহ-প্রযোজনার দায়িত্ব ছিলেন প্রিয়াঙ্কা স্বয়ং। তিনি ছাড়াও ছবির প্রযোজক ছিলেন পরিচালক রামিন বাহরানি, মুকুল দেওড়া এবং আভা দুভার্নায়।

নিজের ছবির ঘোষণা করলাম, ভীষণ স্পেশাল লাগছে! প্রিয়াঙ্কা
ইনস্টাগ্রামে ২৯.২ মিলিয়ন ফলোয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মেগাস্টার অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে গিয়েছে প্রিয়াঙ্কার ফলোয়ারের সংখ্যা।
Follow Us:
| Updated on: Mar 16, 2021 | 3:32 PM

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন ১৫ মার্চ তিনি এবং নিক জোনাস অস্কার ২০২১ মনোনয়ন পেশ করবেন তাঁরা। তা-ই হলও। একের পর এক মনোনীতদের নাম ঘোষণা করলেন তাঁরা। তবে এর মধ্যেই গর্বে মন আরও ভাল হয়ে গেল জুটির। কারণ প্রিয়াঙ্কা এবং রাজকুমার রাও অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’ অস্কার মঞ্চে মনোনয়নের তালিকায় উঠে এসেছে। বেস্ট অ্যাডাপটেড স্ক্রিন-প্লে ক্যাটগরিতে স্থান পেয়েছে ‘দ্য হোয়াইট টাইগার’।

 

 

প্রিয়াঙ্কা-নিক।

 

প্রিয়াঙ্কার খুশি দ্বিগুণ হয়ে যায় যখন তিনি নিজেই নিজের ছবি মনোনয়নের ঘোষণা করেন। ছবিতে তিনি এবং রাজকুমার ছাড়াও, মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদর্শ গৌরব। যিনি  ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম এ্যান্ড টেলিভিশন আর্টস (BAFTA) পুরস্কারের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন অভিনেতা আদর্শ গৌরব।

 

 

‘দ্য হোয়াইট টাইগার’ ছবির সহ-প্রযোজনার দায়িত্ব ছিলেন প্রিয়াঙ্কা স্বয়ং। তিনি ছাড়াও ছবির প্রযোজক ছিলেন পরিচালক রামিন বাহরানি, মুকুল দেওড়া এবং আভা দুভার্নায়।

মনোনয়ন ঘোষণার পরে প্রিয়াঙ্কা তাঁর উচ্ছ্বাসের কথা জানিয়ে টুইট করেন, ‘সবে মাত্র অস্কারের জন্য মনোনীত হয়েছি! রামিন ও টিমকে অভিনন্দন #দ্যহোয়াইটটাইগার। কোনও ভাবে আমার এই মনোনয়নের ঘোষণা দিয়ে এটিকে আরও স্পেশাল করে তুলেছে। খুব খুব গর্বিত।’

 

 

View this post on Instagram

 

A post shared by Adarsh Gourav (@gouravadarsh)

 

অস্কার মনোনয়নের পরে আদর্শ গৌরবও করেছেন পোস্ট, তিনি লেখেন, ‘আনুষ্ঠানিকভাবে অস্কার মনোনয়নের ছবির অংশ! রামিন বাহরানি! তুমি লিজেন্ড! পুরো টিমের জন্য তাই গর্বিত !! সবাইকে অভিনন্দন।’