পরনে নার্সিংহোমের ড্রেস। ছবি দেখে বোঝা যাচ্ছে ওজন অনেকটাই ঝরে গিয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন পরিচালক শৌনক সেন। মারণ রোগ থাবা বসিয়েছে অস্কার মনোনয়নপ্রাপ্ত বাঙালি পরিচালকের শরীরে। অস্ত্রোপচারে বাদ গিয়েছে কিডনির একাংশ। ক্যানসার তাঁর মনের জোর দমিয়ে দিতে পারেনি। হাসপাতালের বিছানায় শুয়ে ক্যানসার যুদ্ধের কাহিনি শোনালেন ‘অল দ্যাট ব্রিদস’-এর পরিচালক।
এই পরিস্থিতিতে তাঁর পাশে রয়েছেন অনেকেই। নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পরিচালক। ইনস্টাগ্রামে শৌনক লেখেন, “একটু অদ্ভুত একটা আপডেট। অক্টোবরের শেষে একটা চেকআপের সময় একটা শকিং জিনিস ধরা পড়ে। রুটিন স্ক্যানে দেখা যায় আমার কিডনিতে একটি টিউমার আছে। আকাশ থেকে পড়ি এই খবরটা পড়ি। আমার কিডনি সংক্রান্ত কোনও লক্ষণ ছিল না, পরিবারের কারও এমন হয়নি, মদ বা সিগারেট খাওয়ার তেমন কোনও ইতিহাস নেই আমার তাও হয়েছিল। ধরা পড়তেই দ্রুত অপারেশনের জন্য বলা হয়।”
অসুস্থ শৌনককে হাসপাতালে দেখতে এসেছিলেন মীরা নায়ার, তিলোত্তমা সোম-সহ অনেকে। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন রিচা চাড্ডা, কিরণ রাও, শেখর কাপুর, অদিতি রাও হায়দারি, জুন বন্দ্যোপাধ্য়ায়-সহ আরও অনেকে। প্রসঙ্গত, ২০২৩ সালে পূর্ণদৈর্ঘ্যের ডকুফিল্ম বিভাগে মনোনীত হয়েছিলেন শৌনক সেন। ৯৫তম অস্কারের মঞ্চে পুরস্কার হাতছাড়া হলেও সেই বাঙালি ছেলের জন্য হাততালি গোটা ভারতীয় বিনোদুনিয়া।