হেমলক সোসাইটি চালাবে কে? উত্তর দিলেন সৃজিত-পরমব্রত
TV9 বাংলার তরফে প্রশ্ন করা হলে পরিচালক সৃজিত বললেন, ''হেমলক সোসাইটি এবার মেঘনা আর পূর্ণা চালাবে পৃথিবীতে। তাই এই গল্প এগিয়ে যেতেই পারে। আনন্দ কর অন্যভাবে ফিরে আসতে পারে কিনা, সেটা দেখতে হবে। আনন্দর স্পিরিট আসল। কী হয়, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে।’’

‘হেমলক সোসাইটি’ আর ‘কিলবিল সোসাইটি’ দু’টোই হিট ছবি। ‘হেমলক সোসাইটি’ ছবিতে মেঘনার সঙ্গে দেখা হয়েছিল আনন্দ করের। মেঘনার চরিত্রে ছিলেন কোয়েল মল্লিক। আর আনন্দ করের চরিত্র করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পয়লা বৈশাখে বড়পর্দায় মৃত্যুঞ্জয় কর হয়ে ফিরলেন পরমব্রত। আনন্দ আর মৃত্যুঞ্জয় কি একই মানুষ? উত্তর আছে ছবিতে। এবার আনন্দ মুখোমুখি হলো পূর্ণা আইচের। যে চরিত্র করেছেন কৌশানী মুখোপাধ্যায়। ‘কিলবিল সোসাইটি’ মুক্তির ১৫ দিনের মাথায় দর্শকের একটা বড় অংশ জেনেই গিয়েছেন, আনন্দ পৃথিবীতে থাকছে না। তা হলে কি এই সিরিজের পরবর্তী ছবি হবে? TV9 বাংলার তরফে প্রশ্ন করা হলে পরিচালক সৃজিত বললেন, ”হেমলক সোসাইটি এবার মেঘনা আর পূর্ণা চালাবে পৃথিবীতে। তাই এই গল্প এগিয়ে যেতেই পারে। আনন্দ কর অন্যভাবে ফিরে আসতে পারে কিনা, সেটা দেখতে হবে। আনন্দর স্পিরিট আসল। কী হয়, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে।’’ পরিচালক যখন এই কথাগুলো বলছিলেন, পাশে দাঁড়িয়ে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বললেন, ”ইদানীং আমি বেশ ‘ভূত’পত্তি অর্জন করেছি। তাই দু’ রকম স্পিরিট মিলিয়ে কী হবে, সেটা সত্যিই দেখার।’’ পরমব্রতর এমন মজার কারণ হলো, তিনি পরিচালক হিসাবে ‘পর্ণশবরীর শাপ’ আর ‘নিকষছায়া’ তৈরি করেছেন। সামনেই মুক্তি পাবে পরমব্রত পরিচালিত ওয়েব সিরিজ ‘ভোগ’। তাই এই নিরিখে পরমব্রতর সঙ্গে ভূতের যোগ আছে। আনন্দ করের চরিত্র দর্শকের থেকে যেরকম ভালোবাসা পেয়েছে, তাতে পরিচালক সৃজিত যে সেই চরিত্রকে বড়পর্দায় দু’ তিন বছরের মধ্যেই ফেরানোর চেষ্টা করবেন, তা বুঝতে অসুবিধা হলো না। লক্ষণীয়, ২০২৫-এ এখন পর্যন্ত যতগুলো বাংলা ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘কিলবিল সোসাইটি’ ছবিটা। মে-জুন মিলিয়ে আরও আটটা বাংলা ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে।
