কেন্দ্রের নির্দেশিকা ‘না মেনে’ ভ্যাকসিন নিলেন সৃজিত, উধাও হল টিকা নেওয়ার ফেসবুক পোস্ট

শুভঙ্কর চক্রবর্তী | Edited By: সুমন মহাপাত্র

Mar 24, 2021 | 9:29 PM

ভ্যাকসিন নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় জানালেন, পরবর্তী ডোজ় নেবেন না। কেন্দ্রের নির্দেশিকা না মেনে নেওয়া এই ভ্যাকসিনকে কেন্দ্র করে কী বললেন সৃজিত?

কেন্দ্রের নির্দেশিকা না মেনে ভ্যাকসিন নিলেন সৃজিত, উধাও হল টিকা নেওয়ার ফেসবুক পোস্ট
সৃজিতের টিকা নেওয়ার পোস্ট। ছবি: ফেসবুক। (সৃজিতের প্রোফাইলে যে ছবিটি আপাতত দেখা যাচ্ছে না।)

Follow Us

কোভিড ভ্যাকসিন নেওয়ার পর জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ফেসবুকে পোস্ট করে জানালেন, পরের ডোজ়টি তিনি নেবেন না। সেই সঙ্গে এও জানালেন, ভ্যাকসিন নেওয়ার নূন্যতম বয়স ৪৫ হলেও তিনি চুয়াল্লিশ-এই ভ্যাকসিন নিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই প্রশ্ন ওঠে, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ভ্যাকসিন নিতে ইচ্ছুক কোনও ব্যক্তির বয়স সম্পর্কিত তথ্য যাচাই করছেন কীভাবে। বুধবার, ভ্যাকসিন নেওয়ার পর যে পোস্টটি সৃজিত ফেসবুকে করেছিলেন, সেটি অবশ্য পরে আর দেখা যায়নি।

 

আরও পড়ুন  ৪৫ ঊর্ধ্ব সকলেই পাবেন টিকা, কীভাবে করবেন রেজিস্ট্রেশন? জেনে নিন

 

বুধবার ফেসবুকে ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করে সৃজিত ক্যাপশনে লেখেন, ‘জ্যাবড উই মেট’। তাঁর পোস্টের ক্যাপশনে ‘জ্যাবড’ আসলে কোভিডের ওষুধ। তা-ই ‘জ্যাবড উই মেট’। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নিয়মানুসারে পঁয়তাল্লিশ বছর বয়স না হওয়া পর্যন্ত টিকা নেওয়া সম্ভব নয়। সেটি ‘কো-উইন’ ও  ‘আরোগ্য সেতু’ অ্যাপেও দেখা গিয়েছে। সৃজিতের বয়স উইকিপিডিয়া অনুযায়ী তেতাল্লিশ। যদিও ভ্যাকসিন নেওয়ার যে পোস্ট আর তাঁর ফেসবুক টাইমলাইনে দেখা যাচ্ছে না, তার পরের পোস্ট সৃজিত নিজের বয়স লিখেছেন ৪৪। কেন বয়স নিয়ে পরবর্তী পোস্ট করলেন পরিচালক?

 

সৃজিতের টিকা নেওয়ার পোস্ট। ছবি: ফেসবুক। (সৃজিতের প্রোফাইলে যে ছবিটি আপাতত দেখা যাচ্ছে না।)

 

সৃজিত ‘জ্যাবড উই মেট’ পোস্টটি করার পর কমেন্ট সেকশনে একজন লেখেন, ’৪৫ এর উপরে…’। আন্দাজ করা যায় প্রশ্নবোধক এই কমেন্ট সৃজিতের বয়সকে কেন্দ্র করে। রিপ্লাইয়ে লেখেন, ’৪০ উইথ কোমর্বিডিটি’। এর পর TV9 বাংলার তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রশ্ন করা হয়, তিনি কি ভ্যাকসিন নিয়েছেন? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ নিলাম’। এরপর তাঁকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নিয়মের কথা স্মরণ করিয়ে জানানো হয়, পঁয়তাল্লিশ বছর বয়স না হওয়া পর্যন্ত টিকা নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, “আমি শুনেছিলাম গত বৃহস্পতিবার থেকে চল্লিশোর্ধ্ব সকলের জন্য এই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই।” তাঁকে আরও প্রশ্ন করা হয়, যে জায়গা থেকে তিনি এই ভ্যাকসিন নিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর বয়স নিয়ে কোনও প্রশ্ন করেছিলেন কি না। উত্তরে সৃজিত জানান এ ব্যাপারে তাঁকে কিছু জিজ্ঞেস করা হয়নি।

 

 

এর কিছুক্ষণ পরেই দেখা যায়, প্রথম পোস্টটি আর নেই। এবং এসেছে এক নতুন পোস্ট। সেই পোস্টে তিনি যা লিখেছেন, তার অর্থ: সৃজিত তাঁর এক বন্ধুর কাছ থেকে জানতে পারেন যে কোভিডের প্রথম ডোজ় নেওয়ার নূন্যতম বয়স ৪০ (কোমর্বিডিটি-সহ) করা হয়েছে গত বৃহস্পতিবার থেকে। নিজের বয়স ৪৪ উল্লেখ করে গত বৃহস্পতিবারের তথ্যটিকে ‘মিথ্যে খবর’ বলেন তিনি। যেহেতু তিনি ভ্যাকসিন নিয়ে ফেলার পর ৪৫ বছর বয়স সংক্রান্ত তথ্যটি জেনেছেন, তাই দ্বিতীয় ডোজ়টি আর তিনি নেবেন না।  TV9 বাংলাকে এ প্রসঙ্গে সৃজিত বলেন, “আমি জানি প্রথম ডোজ়ের পর নিয়মমাফিক দ্বিতীয় ডোজ় নেওয়া উচিৎ। তা না নিলে প্রথম ডোজ়ের কার্যকরিতা থাকে না। যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে আমার কাছে তথ্য ছিল না বা আমি সঠিক তথ্য জানতাম না, তাই দ্বিতীয় ডোজ় নেব না বলে ফেসবুকে পোস্ট করেছি। সেক্ষেত্রে প্রথম ডোজ়ের কার্যকরিতা নষ্ট হয়ে যাওয়াকে কেন্দ্র করে আমার কোনও সমস্যা নেই। অর্থাৎ আমি কোভিডের ঝুঁকি নিতেও প্রস্তুত।”

 

 

কো-উইন অ্যাপে জন্ম সাল ‘১৯৭৭’ দেওয়ার পর দেখা গিয়েছে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না।

 

প্রসঙ্গত, ‘কো-উইন’ এবং ‘আরোগ্য সেতু’ অ্যাপ ও ওয়েব সাইটের মাধ্যমে ভ্যাকসিন নিতে ইচ্ছুক কেউ রেজিস্টার করতে গেলে তাঁকে জন্মের সাল উল্লেখ করতে হয়। তার সঙ্গে সচিত্র পরিচয়পত্রের বিভিন্ন তথ্য জমা করতে হয়। তবে জন্ম তারিখ অবশ্য ১৯৭৬ বা তার আগে হতে হবে। তারপরই আবেদনকারী পরবর্তী পদক্ষেপ করতে পারবেন। সৃজিত কীভাবে রেজিস্ট্রেশন করেছেন, এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর এক বন্ধু ‘কো-উইন’ অ্যাপে রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছেন। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় TV9 বাংলাকে একটি পিডিএফ ডকুমেন্ট পাঠিয়ে জানান, তার থ্রি-সি পয়েন্টে উল্লেখ রয়েছে যাঁদের বয়স ২০২২ সালের ১লা জানুয়ারি ৪৫ হবে তাঁদের যদি বিশেষ কয়েকটি কো-মর্বিডিটি থাকে তাহলে তাঁরা টিকা নিতে পারেন। যদিও ‘কো-উইন অ্যাপ’-এ এখনই বয়স ৪৫ না হলে রেজিস্ট্রেশন করা সম্ভব নয়।

এ বিষয়ে কমিউনিটি মেডিসিন, এসএসকেএম বিভাগীয় প্রধান মৌসুমী বসু  বলেন, “যতই কো-মর্বিডিটি থাকুক না কেন, কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, ৪৫ বছর বয়স না হলে কেউই ভ্যাকসিন নিতে পারবেন না।”

Next Article