প্রথমবার ভোট দিলেন দিতিপ্রিয়া রায়, শেয়ার করলেন ভোটদানের অভিজ্ঞতা

Apr 10, 2021 | 4:11 PM

দিতিপ্রিয়া টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার। এই কেন্দ্রে এ বার তৃণমূলের প্রার্থী হয়েছেন অরূপ বিশ্বাস। বিজেপি প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয় এবং অন্যদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন দেবদূত ঘোষ। এই তিন ব্যক্তির সঙ্গেই পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে টলিপাড়ার যোগ রয়েছে ভালই। লড়াইও হাড্ডাহাড্ডি।

প্রথমবার ভোট দিলেন দিতিপ্রিয়া রায়, শেয়ার করলেন ভোটদানের অভিজ্ঞতা
ভোট দিলেন দিতিপ্রিয়া- নিজস্ব চিত্র।

Follow Us

সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। দেখা যায়নি প্রচারেও। গত বছরেই ১৮ পূর্ণ করেছেন তিনি। পেয়েছেন ভোটের অধিকার। আর এই বিধানসভা নির্বাচনে সেই অধিকারই প্রয়োগ করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। প্রথম ভোটদানের অভিজ্ঞতাও ভাগ করে নিলেন Tv9 বাংলার সঙ্গে।

দিতিপ্রিয়া টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার। এই কেন্দ্রে এ বার তৃণমূলের প্রার্থী হয়েছেন অরূপ বিশ্বাস। বিজেপি প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয় এবং অন্যদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন দেবদূত ঘোষ। এই তিন ব্যক্তির সঙ্গেই পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে টলিপাড়ার যোগ রয়েছে ভালই। লড়াইও হাড্ডাহাড্ডি।

 

দিতিপ্রিয়া জানালেন, বাড়ির একেবারে পাশেই ভোট কেন্দ্র পড়েছে তাঁর। তাই সকাল উঠেই সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন পরিবারের লোকেরা। ভোট দিয়ে উচ্ছ্বসিত অষ্টাদশী। জানালেন, “একটা অন্য রকমের অনুভূতি। ভীষণ ভাল লাগছে।” এই দফার নির্বাচনে রাজ্য জুড়ে হিংসাত্মক ঘটনার চিত্র দেখা গিয়েছে। আর দিতিপ্রিয়ার কেন্দ্রে? তাঁর কথায়, “আমাদের এখানে বেশ শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ হয়েছে। সবাই নিয়ম মেনেই ভোট দিয়েছে। আমি চাই সমস্ত জায়গায় এভাবেই নিয়ম মেনে, শান্তি বজায় রেখে ভোট হোক।
ভোট দিয়ে আপাতত ছুটির মেজাজে ‘রানিমা’। হাজার হোক ‘উৎসব’ বলে কথা!

Next Article