দিন কয়েক আগে রাজস্থানে শুটিং করছিলেন বলিউড (bollywood) অভিনেতা (Actor) রাহুল দেব (Rahul Dev)। তিনি বরাবরই বেড়াতে ভালবাসেন। তাই শুটিংয়ের মাঝে সময় বের করে নিয়ে সম্প্রতি রণথম্বর জাতীয় উদ্যানে বেড়াতে গিয়েছিলেন অভিনেতা।
অনুপ সোনি, পাওলি দামের সঙ্গে একটা মার্ডার মিস্ট্রিতে অভিনয় করছিলেন রাহুল। বেড়ানোর সুযোগ পেয়ে মন ভাল হয়ে গিয়েছিল সকলের। ফলে নতুন উদ্যোমে ফের শুটিং করেছেন বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা আইএএনএস-কে রাহুল বলেন, “আমাদের বেশিরভাগ শুটিংই রাতে ছিল। ফলে দিনের বেলা সকলে নিজেদের মতো করে অসবর কাটিয়েছেন। রাজস্থান আমার সব সময়ই ভাল লাগে। বহুবার ঘুরেছি। এ বার নতুন করে রণথম্বর আবিষ্কার করলাম।” পর্যটকদের যাতে কোনও রকম অসুবিধে না হয়, উদ্যান কর্তৃপক্ষ তার সব রকম ব্যবস্থা করেছেন বলে মত দিয়েছেন তিনি। এমনকি মেনে চলা হচ্ছে করোনা স্বাস্থ্যবিধিও।
আরও পড়ুন, বিবাহবার্ষিকীতে সানির কোন স্বপ্ন পূরণ করলেন ড্যানিয়েল?
অবিনাশ দাশ পরিচালিত ‘রাত বাকি হ্যায়’-র শুটিংয়ে রাজস্থানে গিয়েছিলেন রাহুল। আগামী ১৬ এপ্রিল জি ফাইভে মুক্তি পাবে ‘রাত বাকি হ্যায়’। রাহুল জানান, চিত্রনাট্যই তাঁর কাছে শেষ কথা। গল্প পছন্দ না হলে তিনি সেই কাজ করতে রাজি হন না। এ ছাড়াও পরিচালক তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, তিনি ডিরেক্টরস অ্যাক্টর। ফলে পরিচালকের ভাবনা স্পষ্ট না হলে অভিনেতাদের পারফরম্যান্স ভাল হয় না, বলে বিশ্বাস করেন তিনি। এই কাজটির ক্ষেত্রে অবিনাশের উপর পূর্ণ আস্থা রাখতে পেরেছিলেন বলেই ভাল পারফরম্যান্স হয়েছে বলে জানিয়েছেন তিনি।