‘জামাই’য়ের বিয়ের ঠিক এক দিন আগে কী বলছেন দিতিপ্রিয়া?

Dec 08, 2020 | 9:14 PM

"দুর্গা ধারাবাহিকে আমার বাবার চরিত্রে অভিনয় করেছিল গোগো। আমার বাবা থেকে আমার জামাই...কাল ওর বিয়ে। ভীষণ এক্সাইটেড আমরা।"

জামাইয়ের বিয়ের ঠিক এক দিন আগে কী বলছেন দিতিপ্রিয়া?
অনস্ক্রিন জামাইয়ের সঙ্গে দিতিপ্রিয়া।

Follow Us

মেয়ে জগদম্বার জন্য দেখেশুনে পছন্দ করে মথুরকে জামাই করে এনেছিলেন রানি রাসমণী। সেই ‘মথুর’ই আবার বিয়ে করতে চলেছেন। তবে এ বার অনস্ক্রিন নয়, একেবারে অফস্ক্রিন। আগামিকাল অর্থাৎ বুধবার বিয়ে করছেন টলিপাড়ার হট অ্যান্ড হ্যাপেনিং জুটি গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। মঙ্গলবার সকালেই দেবলীনার হাতে লেগেছে মেহেন্দির গাঢ় রঙ। পুরো ‘রাসমণী’ টিম ফুটছে উত্তেজনায়। সবচেয়ে উত্তেজিত রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া নিজেই। হোয়াটসঅ্যাপ স্টেটাসে আদরের ‘গোগো’র (গৌরবকে ওই নামেই ডাকেন তিনি) সঙ্গে ছবি। ক্যাপশনে লেখা, “গ্রুম টু বি”। কী পরবেন? কী খাবেন? ‘জামাই’য়ের বিয়েতে ঠিক কী কী করবেন তা নিয়েই দিতিপ্রিয়া মুখ খুললেন টিভি নাইন বাংলার কাছে।

“দুর্গা ধারাবাহিকে আমার বাবার চরিত্রে অভিনয় করেছিল গোগো। আমার বাবা থেকে আমার জামাই…কাল ওর বিয়ে। ভীষণ এক্সাইটেড আমরা। অনেক প্ল্যান রয়েছে। অনেক প্ল্যান করেছি এত দিন। সব যাতে প্ল্যানমাফিক হয় দেখতে হবে”, এক নিঃশ্বাসে বলে গেলেন দিতিপ্রিয়া। কথায় কথায় জানা গেল, গৌরবকে তিনি যেমন ‘গোগো’ বলে ডাকেন, ঠিক তেমনি গৌরবও নাকি দিতিপ্রিয়াকে এক বিশেষ নামে ডেকে থাকেন। কী সেই নাম? বললেন না ‘রানি মা’।

‘করুণাময়ী রাণী রাসমণী’র সেটে 

আরও পড়ুন-আগামিকাল বিয়ে, আর আজ ডেডলিফ্ট করছেন দেবলীনা: দেখুন ভিডিও

এমনই ডাক তা নাকি সবার সামনে কিছুতেই বলা যাবে না। পার্টি-জমায়েত থেকে শতহস্ত দূরে থাকা গৌরবকে এর আগে আইবুড়ো ভাত খাইয়েছিল ‘রাসমণী’ টিম। কাঁসার থালায়, পঞ্চব্যঞ্জন সাজিয়ে সে এক এলাহি আয়োজন। গৌরব যে বিয়ে করবেন এই মাসেই তা টিমমেটসদের কবে জানিয়েছিলেন তিনি? দিতিপ্রিয়ার কথায়, “হঠাৎ করেই একদিন জিজ্ঞাসা করলাম, ‘গোগো’ কবে বিয়ে করছ বল?’ গোগো বলল, ‘এই তো আর কুড়ি দিন পর’। সেদিন থেকেই প্ল্যানিং শুরু। কী পরব। কী সাজব ঠিক করতে শুরু করে দিয়েছিলাম।” গিফট কেনাও হয়ে গিয়েছে। ড্রেসও তৈরি। জামাইয়ের বিয়ের জন্য কোমর বেঁধে তৈরি দিতিপ্রিয়া।

হাতে লেগেছে মেহেন্দির রঙ 

শাস্ত্রমতে কাল গৌরব-দেবলীনার বিয়ে হলেও, গেট টুগেদারের দিন ঠিক করা হয়েছে আগামী ১৫ এবং ১৭ তারিখ। দিতিপ্রিয়া দু’দিনই আমন্ত্রিত। শুট রয়েছে। রয়েছে ব্যস্ততাও। কিন্তু ‘বাবাজীবন’-এর বিয়ে মিস! একেবারেই নয়।

Next Article