হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মা। মন একেবারেই ভাল নেই অভিনেত্রীর। ২১ মে ছিল অভিনেত্রীর জন্মদিন। দিনটা কাটাতে পারেননি উদযাপনে। সারাক্ষণই মাকে নিয়ে দুশ্চিন্তায় কেটেছে তাঁর। কারও সঙ্গে ফোনে কথাও বলতে পারছেন না অভিনেত্রী। দেড় মাস ধরে চেন্নাইয়ে চিকিৎসা চলেছে অভিনেত্রী জননীর। কলকাতায় নিজের বাড়িতে ফিরে এসেছিলেন তিনি। দশ দিন যেতে না-যেতেই ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। ফলে জন্মদিনে কোনও উদযাপনই করেননি কনীনিকা।
জন্মদিন মানেই মায়ের হাতের পায়েস। জন্মদিন মানেই মাকে বিশেষ করে মনে রাখা। এই দিনটা যে মায়েরই দান। ৯ মাস গর্ভে ধারণ করে মা-ই পৃথিবীতে আনেন সন্তানকে। জন্মদিনে সেই মায়ের শরীর যদি খারাপ থাকে, কোনও সন্তানই উদযাপন করতে পারে না। অভিনেত্রীও পারেননি। দিনভর মায়ের হাতের রান্না করা পায়েস মিস করেছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, তিনি যেন মাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেন।
নিয়মিত ধারাবাহিক থেকে সরে এসেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিজের শরীরও খুব খারাপ। ‘আয় তবে সহচরী’ ধারাবাহিককে অভিনয় করতে-করতে তিনিও লম্বা বিরতি নিয়েছিলেন। তাঁরও চিকিৎসা চলেছিল চেন্নাইতেই। সুস্থ হতেই কাজে ফিরেছেন কনীনিকা। অভিনেতা সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘আবার রাজনীতি’তে গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে কনীনিকাকে। সমান্তরালভাবে চালাচ্ছেন তাঁর অভিনয় প্রশিক্ষণ পর্বও। চলছে তাঁর অল্পদিনের ক্যামেরার সামনে কাজও।