অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের জল্পনার মাঝেই অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ; সংসারিক কোন্দল থেকে পালাতে চাইছেন বিগবি?
Amitabh Bachchan: সেজে উঠেছে অযোধ্যা। সেখানে নির্মাণ করা হবে রাম মন্দিরের। এবং সেই রাম মন্দিরের উদ্বোধন হবে আসন্ন ২২ জানুয়ারি। সেই উদ্বোধনে আমন্ত্রণ জানান হয়েছে বলিউডের তাবড় তারকাদের। কেবল বলিউড নন, দক্ষিণ ভারতের তারকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। শোনা যাচ্ছে, রাম মন্দিরের উদ্বোধনে নাকি উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাটের মতো তারকারা। দক্ষিণের প্রভাস-যশকাও থাকতে পারেন সেখানে।

সেজে উঠেছে অযোধ্যা। সেখানে নির্মাণ করা হবে রাম মন্দিরের। এবং সেই রাম মন্দিরের উদ্বোধন হবে আসন্ন ২২ জানুয়ারি। সেই উদ্বোধনে আমন্ত্রণ জানান হয়েছে বলিউডের তাবড় তারকাদের। কেবল বলিউড নন, দক্ষিণ ভারতের তারকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। শোনা যাচ্ছে, রাম মন্দিরের উদ্বোধনে নাকি উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাটের মতো তারকারা। দক্ষিণের প্রভাস-যশকাও থাকতে পারেন সেখানে।
এই অযোধ্যা অমিতাভের খুব কাছের জায়গা। তাঁর আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গেও এই জায়গা দখল করে থাকে রামের জন্মস্থান। ফলে সেখানে বাড়ি তৈরি করে থাকার স্বপ্ন অমিতাভের বহুকালের। সেখানে জমি কিনেছেন অমিতাভ। এবং সেখানেই নাকি বাড়ি তৈরি হবে তাঁর। মুম্বইয়ে বাড়ি নির্মাণ সংস্থা ‘দ্য সরযূ’ প্রজেক্টেই নাকি জমি কিনেছেন বিগ বি। সেখানে তাঁর আরও একটি বাংলো তৈরির পরিকল্পনাও নাকি চলছে। জানেন সেই জমির দাম কত? কোটির কমে নয়।
সেই জমির দাম নাকি ১৪.৫ কোটি টাকা। তাহলে কি এবার মুম্বই ছেড়ে অযোধ্যায় চলে যাবেন অমিতাভ? তা হলে তাঁর সাধের জলসায় থাকবেন কে? কেবলই অভিষেক? এমন প্রশ্ন উঠে আসছে এখন। যদিও প্রশ্নগুলির উত্তর এখনও পাওয়া যায়নি। তবে এ কথা সত্যি, রাম মন্দিরের উদ্বোধন নিয়ে খুবই উচ্ছ্বসিত অমিতাভ। সেখানে নাকি সপরিবারে হাজির থাকবেন তিনি।





