প্রসেনজিত্‍,তাপস পালের আগেও তাঁর ডেট নিতেন তরুণ মজুমদার! চেনেন সেই ব্যক্তিকে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 23, 2024 | 1:24 PM

তাঁকে বলা হয় মিস্টার ইন্ডাস্ট্রি। এখন তিনি সকলের অভিভাবক। ইন্ডাস্ট্রির সবাইকে আগলে রেখেছেন তিনি। কথা হচ্ছে অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের। ইন্ডাস্ট্রিতে কয়েক যুগ পার করে ফেলেছেন তিনি। কিন্তু জানেন কি একটা সময় তাঁর ডেট নেওয়ার আগেও কার ডেট নেওয়া হত?

প্রসেনজিত্‍,তাপস পালের আগেও তাঁর ডেট নিতেন তরুণ মজুমদার! চেনেন সেই ব্যক্তিকে?

Follow Us

তাঁকে বলা হয় মিস্টার ইন্ডাস্ট্রি। এখন তিনি সকলের অভিভাবক। ইন্ডাস্ট্রির সবাইকে আগলে রেখেছেন তিনি। কথা হচ্ছে অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের। ইন্ডাস্ট্রিতে কয়েক যুগ পার করে ফেলেছেন তিনি। কিন্তু জানেন কি একটা সময় তাঁর ডেট নেওয়ার আগেও কার ডেট নেওয়া হত? সে কথা নিজেই ফাঁস করলেন নায়ক। ফেসবুকে একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে।

মাত্র ৩৫ সেকেন্ডের সেই ভিডিয়োয় বহু বছর আগে ফিরে গেলেন নায়ক। প্রসেনজিত্‍ অভিনীত ‘অমরসঙ্গী’ ছবি থেকে নায়ক প্রযোজিত ‘অমরসঙ্গী’ সিরিয়াল এত বছরের যাত্রায় সেই মানুষটি রয়েছেন তাঁর সঙ্গে। এই ইউনিটে বহু বছর ধরে কাজ করে চলেছেন তিনি। তাঁর নাম প্রভাস। ১৯৮৭ সালে নায়কের ‘অমরসঙ্গী’ ছবিতে শিল্প বিভাগে কাজ করেছিলেন তিনি। তাঁকে দেখেই পুরনো দিনে ডুব দিলেন নায়ক।

ভিডিয়োয় প্রসেনজিত্‍ বলেন, “এক সময় আমার বা তাপস পালের ডেট নেওয়ার আগেও এনার ডেট নিতেন শ্রী তরুণ মজুমদার। এনারাই আমাদের ব্যাকবোন।” ক্যামেরার সামনে অভিনেতাদের অভিনয় করতে দেখা যায়। তাঁদেরকেই চেনেন দর্শক। কিন্তু একটা ছবি বা সিরিয়াল বর্তমানে ওয়েব সিরিজ তৈরি করার জন্য যুক্ত থাকেন বহু মানুষ। তাঁদের অনেকেই লাইমলাইটে আসেন না। কিন্তু তাঁদের ছাড়া যে সবটাই অচল। নিজের কথায় সেটাই বুঝিয়ে দিলেন মিস্টার ইন্ডাস্ট্রি। বরাবরই ছবির টেকনিশিয়ানদের সমান সম্মান দিয়ে এসেছেন অভিনেতা। এত বছর পরেও পুরনো মানুষদের জায়গা যে তাঁর মনের ঠিক কোথায় সেটাই আবারও বোঝা অভিনেতার এই ভিডিয়োর মাধ্যমে।

Next Article