আমিরের ছবির শুটিংয়ের জন্য ক’দিন সময় দিলেন সলমন-শাহরুখ?

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 14, 2020 | 9:36 AM

তবে এত সব ভাল খবরের মাঝে একটু মনখারাপের খবরও রয়েছে। তিন ‘খান’ এক ছবিতে অভিনয় করলেও

আমিরের ছবির শুটিংয়ের জন্য কদিন সময় দিলেন সলমন-শাহরুখ?
‘প্রেম’, ‘লাল সিং চড্ডা’ ও ‘রাজ’

Follow Us

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘খান’দের রাজত্বের বয়স তিন দশকেরও বেশি। কিন্তু তাও তিন ‘খান’ মানে শাহরুখ, সলমন এবং আমিরকে (Shah rukh khan, Salman Khan, Aamir Khan) দেখা যায়নি একসঙ্গে কোনও ছবিতে। তবে এই প্রথম শাহরুখ- সলমনকে দেখা যাবে এক আমির খান অভিনীত ছবি ‘লাল সিং চড্ডা’ (laal singh chaddha) ছবিতে। টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত এই ছবি। কিছুদিন আগেই ঘোষণ হয়েছে ছবিতে শাহরুখের অভিনীত সবচেয়ে জনপ্রিয় চরিত্র ‘রাজ’কে (দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে) দেখা যাবে ‘লাল সিং চড্ডা’য়। আর ভাইজানকে হবেন নয়ের দশকের লাভার বয় ‘প্রেম’। (ম্যায়নে পেয়ার কিয়া)। সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে শাহরুখের ২-৩ দিনের শুটিং ছিল। এবং তা তিনি শেষ করেছেন। অন্যদিকে ভাইজান গোটা দিন দিয়ে দিলেন ‘লাল সিং চড্ডা’র শুটিংয়ের জন্য।

 

আরও পড়ুন এবার থেকে নিজেকে বেশি ভালবাসব, জন্মদিনে অকপট স্বীকারোক্তি স্বস্তিকার

 

শোনা যাচ্ছে, সলমন খান আমিরের অফার নাকচ করতে চাননি। তিনি নিজে তাঁর শুটিং শিডিউল বদলেছেন এবং আমিরকে তাঁর ছবির শুটিংয়ের জন্য সময় দিয়েছেন। তিনি এটা মাথায় রেখে গোটা বিষয় এমনভাবে সাজিয়েছেন যেন কোনও ভাবে একটি শুটিং আরেকটির বাধা না য়ে দাঁড়ায়। তিন-চার মিনিটের দৃশ্যের জন্য গোটা একদিন দিয়ে দিলেন সলমন। ‘প্রেম’-এর ক্যামিও চরিত্রে সলমন খানকে দেখা যাবে। নিজেকে আবিষ্কার করতে এক যাত্রায় বেরিয়ে পড়েন  ‘লাল সিং চড্ডা’ এবং স্টুডিওতে তাঁর সঙ্গে দেখা হয় ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রেমের সঙ্গে।

 

২০ ডিসেম্বর অথবা ২০ জানুয়ারি হতে পারে সলমন খান অভিনীত অংশের শুটিং। আপাতত তিনি ব্যস্ত আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম, দ্য ফাইনাল’ ছবি নিয়ে। তবে এত সব ভাল খবরের মাঝে একটু মনখারাপের খবরও রয়েছে। তিন ‘খান’ এক ছবিতে অভিনয় করলেও এক ফ্রেমে দেখা যাবে না তাঁদের। ছবিতে ‘লাল সিং চড্ডা’ (আমির অভিনীত চরিত্র) ৫-৬ বছরের এক জীবনযাত্রায় বিভিন্ন পর্যায় কখনও ‘রাজ’ তো কখনও ‘প্রেম’ এর সঙ্গে দেখা হচ্ছে। তাই তিনজনকে এক ফ্রেমে দেখা যাবে না।

আমির ছাড়াও লাল সিং চড্ডা’য় রয়েছেন করিনা কাপুর। ২০২১-এর বড়দিনে সিনেমাহলে রিলিজ হবে ছবি।

 

Next Article