‘মোরা দু’জনা’…। না! রাজার জামাই তাঁরা নন। তাঁর দম্পতি। তাঁরা অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমার (Devlina Kumar)। গত ৯ ডিসেম্বর চার হাত এক হয়েছে। নতুন জার্নি শুরু করেছেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে এ হেন ক্যাপশন লিখেছেন দেবলীনা।
দেবলীনার পরনে লাল শাড়ি। ফুলের গয়নায় সেজেছিলেন তিনি। অন্যদিকে লাল পাঞ্জাবি এবং ঢাকাই ধুতির সাজে গৌরবও অন্যরকম। একেবারে ঘরোয়া মেজাজ। আলাদা কোনও মেকআপের বাহুল্য নেই। অনাড়ম্বর ভাবেই ফ্রেমবন্দি হয়েছেন দম্পতি।
রবিবার দেবলীনা-গৌরবের সঙ্গীত। আপাতত পরিবার এবং বন্ধুদের নিয়ে সঙ্গীতেই ব্যস্ত তাঁরা। ‘সঙ্গীত নাইট’-এ ‘লড়কি আঁখ মারে’ গানে কোমর দোলালেন পাত্র-পাত্রী। লেহেঙ্গা এবং চূড়িদার পাঞ্জাবিতে সেজেছেন তাঁরা। তিন বছর আগে গৌরবের বোন মৌমিতার সঙ্গীতে একসঙ্গে নেচেছিলেন এই জুটি। তখন থেকেই প্রেমে পড়া শুরু। এবার নিজেদের সঙ্গীত। এনজয় করছেন দম্পতি।
আরও পড়ুন, বিয়ের পরের সকালে প্রথম কোন ছবি শেয়ার করলেন গৌরব-দেবলীনা?
চৌধুরী ভিলায় বসেছিল গৌরব-দেবলীনার বিয়ের আসর। অতিমারির পরিস্থিতি না হলে বিয়েতে প্রচুর অতিথি সমাগম হত। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখে নিমন্ত্রিতের তালিকা ছিল সীমিত। মূলত পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের সাক্ষী রেখে বিয়ে করলেন এই জুটি। ইন্ডাস্ট্রির তরফে ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, সপরিবার গায়ক অনীক ধরের মতো ব্যক্তিত্বরা হাজির ছিলেন। মেনুতে ছিল বাঙালি খাবার। তবে আলাদা করে রিসেপশনেরও আয়োজন করেছেন নবদম্পতি।
এই মুহূর্তে করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিক নিয়ে ব্যস্ত গৌরব। দেবলীনার হাতেও রয়েছে ছবির কাজ। ফলে শুটিং নিয়ে ব্যস্ততা চরমে। রিসেপশনের সকালেও শুটিং করতে হবে গৌরবকে। এই ব্যস্ততার মধ্যে আপাতত হনিমুনের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তাঁরা।