‘মাইরি বলছি, আর খৈনি খাব না’, বলছেন দর্শনা

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 13, 2020 | 7:07 PM

সদ্য মেকআপ রুমে হেয়ারস্টাইলিস্ট এবং ডিজাইনারকে সঙ্গে নিয়ে এই গানের সঙ্গে নেচে রিল ভিডিও তৈরি করেন দর্শনা।

‘মাইরি বলছি, আর খৈনি খাব না’, বলছেন দর্শনা
দর্শনা বণিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

ঠিক এই লাইনটাই বলছেন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। না! অবাক হবেন না। এ কথা তাঁর রিয়েল লাইফের নয়। রিলের তো বটেই। বলা ভাল, ইনস্টাগ্রাম রিলের। বিষয়টা একটু খুলে বলা যাক।

জানলা দিয়ে বউ পালানোর পরই, লাইফে টুম্পা এল…। কে বউ, আর কে এই টুম্পা (Tumpa Sona), এ নিয়ে এই মুহূর্তে ওয়েব অডিয়েন্সের কোনও কনফিউশন থাকার কথা নয়। কারণ পরিচালক অরিজিৎ সরকারের ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের ‘টুম্পা সোনা’ গান রীতিমতো ভাইরাল। সাধারণ দর্শক থেকে সেলেব্রিটি সকলেই নাচছেন এই গানের তালে। কখনও অনির্বাণের বিয়েতে সৃজিত, অনির্বাণ, রুদ্রনীল। কখনও বা ধারাবাহিক ‘খড়কুটো’র অফ ক্যামেরায় চলছে টুম্পা গানের সঙ্গে নাচ। কখনও বা মেয়ের প্রি-বার্থডে সেলিব্রেশনে জমিয়ে নাচছেন শ্রীলেখা। এবার সেই তালিকায় যোগ হল দর্শনার নাম।

আরও পড়ুন, বহুদিন পরে ‘ও সনম’ গাইলেন লাকি, ভাইরাল হল ভিডিও

সদ্য মেকআপ রুমে হেয়ারস্টাইলিস্ট এবং ডিজাইনারকে সঙ্গে নিয়ে এই গানের সঙ্গে নেচে রিল ভিডিও তৈরি করেন দর্শনা। পরে তা আপলোড করেন ইনস্টাগ্রামে। টুম্পা জ্বরে তিনিও আক্রান্ত, এ বেশ স্পষ্ট অনুরাগীদের কাছে। শৌভিক ভট্টাচার্যের পরিচালনায় ‘মৃগয়া’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত নায়িকা। এই ছবিতে অঙ্কুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। আরও এক নতুন জুটি উপহার পাবে টলি পাড়া।

আরও পড়ুন, সোহিনী-রণজয়ের বারাণসী ভ্রমণ, দেখুন ট্রাভেল অ্যালবাম

অন্যদিকে ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের এই গানটির নেপথ্যে রয়েছেন আরব দে। অভিনয় করেছেন দীপাংশু আচার্য, সায়ন ঘোষের মতো শিল্পীরা। আর টুম্পার ভূমিকায় দর্শক দেখেছেন সুমনা দাসকে। এই সিরিজের দ্বিতীয় পর্ব ইউটিউবে রিলিজের পর ইউটিউব কর্তৃপক্ষ পর্বটি তুলে নেন। পরে তা আবার রিলিজ করা হয়। এই মুহূর্তে রেস্ট ইন প্রেম সিরিজের পাঁচটা পর্বই রিলিজ হয়ে গিয়েছে। সঙ্গে টুম্পা জায়গা করে নিয়েছে দর্শক মনে।

Next Article