সফল অভিনেতা-প্রযোজক তিনি, জানেন দেবের বাড়ির দাম কত?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 25, 2024 | 12:19 PM

বড় দিনের আগেই বড় ধামাকা দিয়েছেন অভিনেতা তথা প্রযোজক দেব। নেপথ্যে রয়েছে তাঁর সদ্য মুক্তি প্রাপ্ত ছবি 'খাদান'-এর সাফল্য। কিছু দিন আগে অভিনেতা এমন কথাও বলেছেন যে এই ছবি থেকে যে আয় হবে সেই টাকা নতুন ছবির তৈরির কাজে লাগাবেন। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা তথা প্রযোজক।

সফল অভিনেতা-প্রযোজক তিনি, জানেন দেবের বাড়ির দাম কত?

Follow Us

বড় দিনের আগেই বড় ধামাকা দিয়েছেন অভিনেতা তথা প্রযোজক দেব। নেপথ্যে রয়েছে তাঁর সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘খাদান’-এর সাফল্য। কিছু দিন আগে অভিনেতা এমন কথাও বলেছেন যে এই ছবি থেকে যে আয় হবে সেই টাকা নতুন ছবির তৈরির কাজে লাগাবেন। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা তথা প্রযোজক। সেই সঙ্গে নায়ক তৃণমূল সাংসদও বটে। তাঁর ছোটবেলা অবশ্য পুরোটাই কেটেছে মুম্বইয়ে। সেখানেই বড় হয়েছেন তিনি। বাবার ক্যাটারিংয়ের ব্যবসা ছিল।

বলিউডে বিভিন্ন প্রোডাকশনের ক্যাটারিংয়ের দায়িত্বে থাকতেন তাঁর বাবা। সেই সূত্রে স্টুডিয়োপাড়ায় অনেক ছোট থেকেই তাঁর যাতায়াত। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারেই বেড়ে ওঠা তাঁর। তাই অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হয়েছেন। এক সময় কলকাতায় এসেছে শিয়ালদহর কাছে একটি ছোট হোটেলের ঘরে থাকতেন। সেই নায়কের বর্তমানে কলকাতা শহরে একের অধিক বাড়ি। শহরের বিলাসবহুল পেন্টহাউজে পরিবারের সঙ্গে থাকেন তিনি। ছাদে বিরাট সুইমিং পুল, বিশেষ থিয়েটার। ঝাঁ চকচকে ইন্টিরিয়র। জানেন নায়কের পেন্টহাউজের মূল্য কত?

নায়কের ইনস্টাগ্রামে ঢুঁ দিলেই দেখা যায় যে তাঁর বাড়ির বিভিন্ন ছবি। কখনও তিনি নিজের পোষ্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। কখনও আবার মায়ের সঙ্গে বসে আছেন। কখনও বাড়িতেই পার্টি করছেন। বর্তমানে তাঁর এই বাড়ির মূল্য কয়েক কোটি টাকা। গত লোকসভা ভোটের আগে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংmmগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়ানোর নমিনেশন পেশ করার সময়, মোট সম্পত্তির যে হিসাব দেন দেব তা দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন ২০২২-২৩ সালে ৪কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার টাকা আয় করেছেন তিনি। সেই নমিনেশন অনুসারে বাইপাস সংলগ্ন পেন্টহাউজটির জন্য নায়ক খরচ করেছিলেন ১ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার ১০০ টাকা। যা দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন অনেকেই। এই বাড়িতেই প্রতি বছর নায়কের জন্মদিনে আসর বসে।

Next Article