২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পায় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। ছবিতে রণবীর কাপুর ছিলেন নায়ক এবং খলনায়ক ছিলেন ববি দেওল। মাত্র ১৫ মিনিটের উপস্থিতি ছিল তাঁর। আর সেই ১৫ মিনিটেই কামাল করেছিলেন ববি। ছবিতে তিনি ছিলেন এক নির্বাক ভিলেন। ফলে কোনও সংলাপ ছিল না তাঁর। ছবিতে তাঁর এন্ট্রি হয় এক গানে–‘জামাল কুদু’। যে গান ইরানের বিয়েবাড়িতে বাজানো হয়। ছবিতে ভিলেন আব্রার, থুড়ি ববির তৃতীয় বিয়ের সময় গানটি ব্যবহার করা হয়। দেখা যায়, মাথায় মদ ভর্তি কাচের গেলাস বসিয়ে নাচছেন তিনি। তারপর থেকে রিলস, নকল সবই হয়েছে এই গানকে ঘিরে। খুব ছোট বাচ্চারাও উপভোগ করেছে গানটি। জনপ্রিয় হয়েছে ববির নাচের স্টেপ। কিন্তু জানেন কি, এই নাচের স্টেপ অনেক বছর আগেই রেখা একটি ছবিতে করে দেখিয়েছেন। ‘অ্যানিম্যাল’ মুক্তির এত মাস পরও রেখার নাচ ঘুরে-ঘুরে আসছে সোশাল মিডিয়ার ফিডে।
১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিবি হো তো অ্যাসি’ ছবিতে রেখা একটি মদের গেলাস মাথায় বসিয়ে দক্ষতার সঙ্গে নেচেছিলেন। গানটি ছিল ‘সাসুজি তুনে মেরি কদর না জানি’। গানে এক মদ্যপ মহিলার অভিনয় করে দর্শককে তাক লাগিয়ে দিয়েছিলেন রেখা।
ফলে ‘জামাল কুদু’ গানের তালে ববির নাচ নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, ৩২ বছর আগে তা করে দেখিয়েছিলেন রেখা। ববি অবশ্য এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমরা ছোটবেলায় মাথায় জলের গ্লাস বসিয়ে ব্যালেন্স করে একটা নাচ প্র্যাকটিস করতাম। সেই নাচের স্টেপই এই গানে করেছি।”