রণবীরের সঙ্গে ঘনিষ্টদৃশ্যে বাজিমাত, রাতারাতি আড়াইগুণ বাড়ল তৃপ্তীর পারিশ্রমিক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 18, 2024 | 1:30 PM

Tripti Dimri: পলকে বাড়তে থাকে ভক্তের সংখ্যা, সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট। হাজার হাজার পুরুষের মনে ঝড় তুলে এই অভিনেত্রী খুব সহজেই বলিউডে পায়ের তলার মাটি শক্ত করে ফেলেন।

রণবীরের সঙ্গে ঘনিষ্টদৃশ্যে বাজিমাত, রাতারাতি আড়াইগুণ বাড়ল তৃপ্তীর পারিশ্রমিক

Follow Us

তৃপ্তী দিম্রি। বলিউডে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অ্যানিম্যাল ছবির মাধ্যমে। পর্দায় তিনি বোল্ড, সাহসী পোজে যেভাবে সকলের মন জয় করেছিলেন, তাতেই যেন রাতারাতি চর্চার কেন্দ্রে উঠে আসে এই নাম। বলিউডের বাঘাবাঘা অভিনেত্রীদের পাশ কাটিয়ে সোশ্যাল মিডিয়ার হটটপিক হয়ে দাঁড়ায় তৃপ্তী। পলকে বাড়তে থাকে ভক্তের সংখ্যা, সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট। হাজার হাজার পুরুষের মনে ঝড় তুলে এই অভিনেত্রী খুব সহজেই বলিউডে পায়ের তলার মাটি শক্ত করে ফেলেন। বহু অভিনেত্রীই এখনও কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন বলিউডে নিজের জায়গা তৈরি করতে। কিন্তু তৃপ্তী-রণবীর সমীকরণ যেন অভিনেত্রীর কাছে লটারি হয়ে যায়।

সকলের মুখে মুখে চলতে থাকে এই দৃশ্য নিয়ে চর্চা। যদিও নগ্ন বোল্ড দৃশ্যে অভিনয় করার সাহস হয়তো অনেকেই দেখান না। কেউ ভয় পান টাইপ কাস্ট হওয়ার, কেউ আবার এই ধরনের চরিত্র থেকে নিজেকে সরিয়ে রাখেন। তবে তৃপ্তী যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, তা একেবারেই তাঁর কেরিয়ারের ক্ষেত্রে উল্টো পথে হাঁটেনি। বরং তৃপ্তীর জন্য ছিল এক মাইলস্টোন।

যে তৃপ্তী ২০২৩-এর ডিসেম্বর মাসে ৪০ লাখ টাকার বিনিময়ে গ্রহণ করেছিলেন অ্যানিম্যাল ছবির এই চরিত্র, সেই তৃপ্তীর পারিশ্রমিক বেড়েছে রাতারাতি। মাত্র কয়েকমাসের মধ্যেই বেড়েছে আড়াইগুণ। বর্তমানে ছবি পিছু তিনি উপার্যন করছেন, ১ কোটি টাকা। হাতে একগুচ্ছ ছবি। রাত পোহালেই ভিকি কৌশলের সঙ্গে ব্যাড নিউজ মুক্তি পেতে চলেছে। এই ছবিতেও তৃপ্তী-ভিকি রসায়ন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে।

Next Article