রবীন্দ্রনাথের কন্যা রচনা, জানতেন? রচনাও তাঁর আসল নাম নয়…
Rachana Banerjee: রবীন্দ্রনাথের কন্যা রচনা বাবাকে অসম্ভব ভালবাসেন। অভিনেত্রীর জীবনে তাঁর বাবা অনেক বড় ভূমিকা পালন করেন। তবে রচনা নামটা তাঁর বাবার দেওয়া নয়। সেই নামটা দিয়েছেন অন্য এক ব্যক্তি। সেই বৃত্তান্ত জানেন কি?

তিন দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। জানেন কি, রচনা তাঁর আসল নাম নয়। জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল ঝুমঝুম। সিনেমায় আসার পর সেই নাম পাল্টানো হয়েছিল। নাম পাল্টেছিলেন অভিনেতা সুখেন দাস। কিন্তু কেন? ঝুমঝুম নামে কী অসুবিধা ছিল?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং রচনাই। জানিয়েছিলেন, অভিনেতা সুখেন দাসের কাছে রচনাকে নিয়ে গিয়েছিলেন তাঁর বাবা। ঝুমঝুম নাম শুনে সুখেন বলেছিলেন, “এই নামটা আগে পাল্টাতে হবে। ঝুমঝুম নাম শুনলে সকলে বলবেন, মুনমুনের বোন (পড়ুন মুনমুন সেন-‘ অভিনেত্রী এবং মহানায়িকার সুচিত্রা সেনের কন্যা)। তাই আগে পাল্টাতে হবে নামটা।” তারপর নাকি রবীন্দ্র রচনাবলি নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে একটা নাম বাছাই চলছিল রচনার। হঠাৎ সুখেন বলে বসেন, “রবীন্দ্র রচনাবলির ‘রচনা’ নামটা কী ক্ষতি করল। সেটাই থাক। সেই থেকে ঝুমঝুম হয়ে উঠলেন রচনা।”
কিন্তু জানেন কি রচনার বাবার নাম কী? সেই নামেও আছেন কবিগুরু। রচনার বাবার নাম ‘রবীন্দ্রনাথ’ বন্দ্যোপাধ্য়ায়। বাবার অত্যন্ত প্রিয় ছিলেন রচনা। বাবা অন্তঃ দুনিয়া ছিল তাঁর। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
এখন আরও ব্যস্ততা তৈরি হয়েছে রচনার। কেরিয়ারে বহু ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। অমিতাভ বচ্চন থেকে শুরু করে দেব–সকলেরই নায়িকা হয়েছিলেন তিনি। অনেকগুলো বছর তিনি সিনেমায় অভিনয় করছেন না। ‘দিদি নম্বর ওয়ান’ বলে একটি গেম শো হোস্ট করেন তিনি। এবার রাজনীতির ময়দানে অংশ নিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে হুগলির তৃণমূল প্রার্থী হিসেবে দেখা যাবে রচনাকে।
