‘বাবা’ হলেন সৃজিত মুখোপাধ্যায়, সদ্যজাত কন্যাকে নিয়ে বাড়ি এলেন পরিচালক, নাম কী জানেন?
Srijit Mukhejee Becomes Father: 'বাবা' হয়েছেন বাঙালি পরিচালক সুজিত মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে বেশ খুশি তিনি। বাড়িতে এসেছে তাঁর ছোট্ট কন্যা। সেই কন্যাকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত আছেন পরিচালক। 'মহাভারত' মহাকাব্যের এক সাপের নাম থেকে কন্যার নামকরণ করেছেন। উলুপিকে নিয়ে দিনরাত কেটে যাচ্ছে পরিচালকের। তাঁর ধ্যানজ্ঞান এখন এই ছোট্ট শিশুই।

কন্যা সন্তানের ‘পিতা’ হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘মহাভারত’ মহাকাব্যের এক চরিত্র থেকে নামকরণ হয়েছে তাঁর কন্যার। সেই সুখবর তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে কন্যার নাম উল্লেখ করে সুখবর জানিয়েছেন সৃজিত। কবে এবং কীভাবে সন্তান জন্মাল জানতে চান?
‘বাবা’ হয়েছেন বাঙালি পরিচালক সুজিত মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে বেশ খুশি তিনি। বাড়িতে এসেছে তাঁর ছোট্ট কন্যা। সেই কন্যাকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত আছেন পরিচালক। ‘মহাভারত’ মহাকাব্যের এক সাপের নাম থেকে কন্যার নামকরণ করেছেন উলুপি। উলুপিকে নিয়ে দিনরাত কেটে যাচ্ছে পরিচালকের। তাঁর ধ্যানজ্ঞান এখন এই ছোট্ট শিশুই।
এই সুখবর সৃজিত নিজেই দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, “উলুপিকে স্বাগত জানাই, বরাবরের জন্য আমাদের জীবন পাল্টে গেল”। এই ঘোষণার পর পরিচালককে শুভেচ্ছা দিতে শুরু করেন নেটিজ়েনরা। কন্যার ছবি দেখতে অনুরোধ করতে থাকেন তাঁরা। তাঁদেরই একজনের কমেন্টের জবাবে সৃজিত লিখেছেন, “বাচ্চাদের ছবি দেওয়া ঠিক না। আর একটু বড় হোক দেব।”
ভাবছেন সৃজিতের সদ্যজাত কন্যা মানুষ। একেবারেই না। উলুপি সৃজিতের পোষ্য। তবে তাঁকে স্রেফ পোষ্য হিসেবে মানতে নারাজ সৃজিত। কন্যারূপেই তাঁকে গ্রহণ করে নিয়েছেন জনপ্রিয় পরিচালক। মানুষ না, তো উলুপি কি? সে কিন্তু কুকুর-বিড়াল নিদেনপক্ষে খরগোশও নয়। পাখিও নয়। শুনলে চমকে হবেন, এই উলুপিও মহাভারতের সাপের মতোই এক সাপ। যে সে সাপ নয়, একেবারে পাইথন। বাড়িতে একটি পাইথন নিয়ে এসেছেন সৃজিত। এই খবর ছাড়াতেই হতচকিত হয়ে গিয়েছেন সকলে। অনেকে বলছেন, লেক গার্ডেন্সে আর যাবেনই না। কলম্বিয়া থেকে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন সৃজিত। TV9 বাংলাকে বলেছেন, “আপনারা ঠিকই শুনেছেন, আমি বাড়িতে পাইথন এনেছি।” কিন্তু অনুমতি না থাকলে পাইথন বাড়িতে রাখা যায় না। এ ব্যাপারে সৃজিত TV9 বাংলাকে জানিয়েছেন, “সমস্ত অনুমতি নেওয়া আছে আমার। অনুমতির সব কাগজ পত্র আছে আমার কাছে।”
সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিল। মিথিলার আগের পক্ষে বিয়ে থেকে রয়েছে এক কন্যা সন্তান। সেই কন্যাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসেন সৃজিত। তাঁর সঙ্গে দারুণ সুন্দর সম্পর্ক সৃজিতের। বাড়িতে আগে থেকেই এক কচ্ছপকে পুষছেন সৃজিত। এবার সেই দলে যুক্ত হয়েছে উলুপি। বাড়িতে কচ্ছপ-সাপের মেলবন্ধন কেমন হবে এখন সেটাই দেখার।
